আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর চরম সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে হেনস্তার শিকার হন কয়েকজন ক্রিকেটার, তাদের মধ্যে ছিলেন নাঈম শেখও। পরে তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেন সমর্থকদের উদ্দেশে। তবে এমন আচরণ মোটেও পছন্দ হয়নি জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড়দের কিছু লেখার সঙ্গে আমি একমত নই। ব্যক্তিগতভাবে ব্যবহার করা এক কথা, কিন্তু বাংলাদেশ জাতীয় দলের একজন খেলোয়াড় হিসেবে এসব লেখা ঠিক নয়।
তিনি আরও যোগ করেন, আন্তর্জাতিক ক্রিকেটারদের উচিত মাঠে পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়া, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয়। কোচের মতে, এসব পোস্ট দলের ভাবমূর্তি ও একাগ্রতায় প্রভাব ফেলে।
সংবাদ সম্মেলনে উঠে আসে উইকেটকিপার-ব্যাটার জাকের আলীর প্রসঙ্গও। দীর্ঘদিন অফ ফর্মে থাকা এই ক্রিকেটারকে ঘিরে সম্প্রতি পুরনো ‘বর্ণবাদের’ মন্তব্য ফের আলোচনায় আসে। ২০২৪ বিপিএলে কুমিল্লার সাবেক কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ‘সে বোধহয় একটু কালো বলে জাতীয় দলে সুযোগ পায় না’— মন্তব্যটি এখন ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিমন্স বলেন, ‘আমি খুবই বিরক্ত এমন বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে। কারও চেহারা বা গায়ের রঙ নিয়ে কথা বলা গ্রহণযোগ্য নয়। তবে আমি চাই না আমার খেলোয়াড়রা এসবের জবাব সোশ্যাল মিডিয়ায় দিক।’
আরো পড়ুন : উইন্ডিজ সিরিজে র্যাংকিংয়ে শীর্ষ ৯-এ ওঠার সুযোগ বাংলাদেশে
সবশেষে তিনি দলের সামনে থাকা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে মনোযোগ দিতে আহ্বান জানান, ‘আমরা আগের সিরিজটা ভুলে যেতে চাই। কারণ আমরা এর চেয়ে ভালো দল। এখন লক্ষ্য সামনে এগিয়ে যাওয়া, এবং মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে জবাব দেওয়া।