শুভ নববর্ষ পোস্টার ডিজাইন ১৪৩২ মোবাইল দিয়ে

- Advertisement -
নববর্ষ পোস্টার ডিজাইন

শুভ নববর্ষ পোস্টার ডিজাইন ১৪৩২ মোবাইল দিয়ে

বাংলা শুভ নববর্ষের নিজের ছবি দিয়ে পোস্টার ডিজাইন কিভাবে করবেন তা নিয়ে আজকের এই পোস্ট। আপনি খুব সহজেই মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে মেয়েদের ছবি দিয়ে একটি শুভ নববর্ষের পোস্টার ডিজাইন করতে পারবেন পহেলা বৈশাখের জন্য।

পহেলা বৈশাখের শুভেচ্ছা পোস্টার ডিজাইন করার জন্য আপনার শুধুমাত্র একটি মোবাইল ফোন হলে হবে তবে সেখানে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যেটির মাধ্যমে আপনি খুব সহজেই শুভেচ্ছা পোস্টার ডিজাইন করতে পারবেন।

তার জন্য আপনি সরাসরি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন “সকল দিবসের পোস্টার ডিজাইন” লিখে অথবা নিচে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করে সরাসরি আপডেট প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন।

আপনার মোবাইলে ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। আপনি যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তখন আপনার কাছে কিছু পারমিশন চাইবে সেগুলো অবশ্যই আপনি “অ্যালাউ” করে দিবেন। তাহলে আপনাকে সরাসরি হোমপেজে নিয়ে আসবে অ্যাপ্লিকেশন টির।

শুভ নববর্ষ পোস্টার ডিজাইন

হোম পেজে আসার পর আপনি উপরে একটি ক্যাটাগরি বার দেখতে পারবেন। সেই বারটি আপনি ডানপাশ থেকে বাম পাশে ঠেলা দিবেন। তাহলেই সেখানে ” বাংলা নববর্ষ ” অপশনটি চলে আসবে সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি বাংলা নববর্ষের পোস্টের ডিজাইন করা হোম পেজে নিয়ে আসবে।

শুভ নববর্ষ পোস্টার ডিজাইন 2

হোম পেজে আপনি কয়েকটি পোস্টার ফ্রেম দেখতে পারবেন। যেখান থেকে আপনার যে পোস্টটি পছন্দ হবে ঠিক সেই পোস্টের উপর ক্লিক করে দিবেন।

তারপর এখানে আপনার নিজের ছবিটি অ্যাড করার জন্য দুটি অপশন পাবেন একটি হচ্ছে সরাসরি ক্যামেরা দিয়ে এবং আরো কি হলো আপনি আপনার ফোনের গ্যালারি থেকে ছবি আপলোড করতে পারবেন।

যদি আপনার ছবিটি সঠিকভাবে তোলা থাকে এবং আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করা থাকে তাহলে কিন্তু এখানে যে পোস্টারে এড করে না কেন সেটি সুন্দর লাগবে। তাই আপনি যদি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে পারেন তাহলে কিভাবে রিমুভ করবেন এই নিয়ে আমার একটি পোস্ট রয়েছে চাইলে সে পোস্টটি একটু ফলো করে আসতে পারেন। নিচে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার লিংক দেওয়া হলো:

নিজের ছবির ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে রিমুভ

star shanto
  • ওকে আপনার ছবিটি যদি রেডি থাকে এবং তাহলে আপনি সরাসরি গ্যালারি থেকে আপনার ছবিটি এখানে আপলোড করে আনবেন।
  • তারপর ছবিটি এনে ক্রপ করে কেটে নিবেন যদি সাইজ বড় বা ছোট থাকে। তাছাড়া এখানে আপনি ছবি এডিটিং এ দেখি কিছু লাইটিং পাবেন যেগুলো আপনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন।
  • এরপর ছবিটি আপনি উপরের টিকের পর ক্লিক করে ছবিটি অ্যাড করে নিন পোস্টার এর মধ্য।
  • তারপর আপনার ছবিটি কিন্তু এলোমেলো অবস্থায় থাকবে আপনি সেই ছবিটি টেনে এনে ঠিকভাবে সঠিক স্থানে বসিয়ে দিবেন।
  • এরপর আপনার ছবিটি যদি সঠিকভাবে এখানে এড করা হয়ে যায় তাহলে কিন্তু আপনার পোস্টার ডিজাইন করা শেষ। আপনি উপরে দেখুন সেভ নামে একটি বাটন রয়েছে সেটির উপর ক্লিক করে পোস্টারটি ডাউনলোড করে নিন।
শুভ নববর্ষ পোস্টার ডিজাইন 3

ব্যাস, হয়ে গেল আপনার পহেলা বৈশাখের শুভেচ্ছা পোস্টের ডিজাইন করা। এখন আপনি আপনার এই পোস্টারটি যে কোন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারবেন। তাছাড়া আপনি চাইলে এই পোস্টারটি আপনি প্রিন্টিং করেও ব্যবহার করতে পারবেন।

তো বন্ধুরা এই ছিল কিভাবে পোস্টের ডিজাইন করবেন এবং আমি আরো দেখেছি কিভাবে আপনি শুভেচ্ছা ব্যানার তৈরি করবেন এই নিয়ে অলরেডি পোস্ট আছে আপনি নিচে লিংকে ক্লিক করে দেখে নিন।

তাছাড়া আপনি যদি সরাসরি শুভেচ্ছা পিকচার চান তাহলে নিচে আমাদের কয়েকটি লিংক দেওয়া থাকলো এগুলোর মধ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন শুভ নববর্ষের পিকচার।

- Advertisement -
Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here