Thursday, August 21, 2025
Homeধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালকের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা তলব

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালকের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা তলব

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে গ্রেপ্তার হওয়া রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হলো—এ নিয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।

রবিবার এক বিবৃতিতে জানানো হয়, পুলিশ কেন তাকে ওই মামলায় যুক্ত করলো এবং এতে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা অনুযায়ী অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালকের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা তলব 2
ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালকের গ্রেপ্তার নিয়ে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা তলব। ছবি: ইন্টারনেট

এরই মধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন রিকশাচালক আজিজুর রহমান। রোববার দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিনের আবেদন করলে আদালত তা গ্রহণ করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় কারামুক্তিতে আর কোনো বাধা নেই।

আরো পড়ুন:

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তরে ৪৯৭ পদে নিয়োগ, আবেদন শুরু ১৮ আগস্ট

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় কিছু মানুষ আজিজুর রহমানকে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানকালীন একটি হত্যাচেষ্টা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দেখিয়ে আদালতে হাজির করে। আদালত সেদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন উঠায় ওসির কাছে ব্যাখ্যা তলব করেছে অন্তর্বর্তী সরকার।

সূত্র: প্রথম আলো

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ