কম্পিউটারে দ্রুত টাইপিং শেখার কৌশল – অল্প দিনে কিবোর্ড দিয়ে দ্রুত টাইপ করার সিক্রেট

- Advertisement -
কম্পিউটারে দ্রুত টাইপিং শেখার কৌশল

কম্পিউটার অপারেটর কিংবা কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার টাইপিং জানতেই হবে। কম্পিউটারে দ্রুত টাইপিং শেখার কৌশল অনেকে জানেন না। যার কারণে টাইপ বা লেখা লেখি সংক্রান্ত বিষয়ে তারা দ্রুত কাজটি সম্পন্ন করতে পারেন না। তাই আমি আজকে আপনাদের শেখাবো কিভাবে আপনি অতি দ্রুত কম্পিউটারের টাইপিং শিখতে পারেন। 

আপনি যদি চাকরি করতে চান তাহলে সেখানেও আপনার দ্রুত টাইপিং শেখার এই দক্ষতাটি প্রয়োজন হবে। কারণ কম্পিউটার অপারেটর বা শার্ট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরিরত পদপ্রার্থীদের প্রথমেই তাদের টাইপিং টেস্ট নিয়ে থাকেন। যদি সেই টেস্টে পাশ করেন তাহলেই শুধুমাত্র তাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়। 

এছাড়াও আপনি যদি অনলাইন সম্পর্কিত যেকোনো কাজ যেমন- কনটেন্ট রাইটিং করতে চান। তাহলে আপনার দ্রুত টাইপিং শেখা লাগবে। 

আরো পড়ুন: সেরা ৬টি ব্যবসার হিসাব রাখার সফটওয়্যার – বাংলাদেশি ব্যবসায়িদের জন্য

প্রথম কৌশল: কম্পিউটারে দ্রুত টাইপিং শেখার কৌশল

কম্পিউটার কিবোর্ডের মাধ্যমে আপনি যদি দ্রুত টাইপিং করতে চান তাহলে প্রথমত আপনার কম্পিউটারের সকল কি মুখস্ত রাখতে হবে। মানুষ মোবাইল দিয়ে টাইপিং করার সময় তার মাত্র একটি বা দুইটি আঙুলের কাজ থেকে থাকে। কিন্তু কম্পিউটার দিয়ে যখন আপনি টাইপিং করবেন তখন আপনার দশ আঙুলেরই কাজ করতে হবে।

ফলে আপনার কোন আঙুলে কোন অক্ষর আছে তা অবশ্যই মুখস্ত রাখতে হবে। দ্রুত টাইপিং শেখার কৌশল জন্য এই কাজটি করতে হবে।

যেভাবে আপনি আঙুল রাখবেন এবং টাইপ অনুশীলন করবেন।

হোম রো (Home Row) – আঙুলের মূল অবস্থান:

  • বাম হাত:
    • ছোট আঙুল (কনিষ্ঠা): A
    • অনামিকা: S
    • মধ্যমা: D
    • তর্জনী: F
  • ডান হাত:
    • তর্জনী: J
    • মধ্যমা: K
    • অনামিকা: L
    • ছোট আঙুল: ; (সেমিকোলন)

অন্যান্য কীগুলির বণ্টন:

বাম হাত:

  1. ছোট আঙুল (কনিষ্ঠা):
    • ~ (Tilde)1QAZTabCaps LockShift
  2. অনামিকা:
    • 2WSX
  3. মধ্যমা:
    • 3EDC
  4. তর্জনী:
    • 45RTFGVB

ডান হাত:

  1. তর্জনী:
    • 67YUHJNM
  2. মধ্যমা:
    • 8IK, (কমা)
  3. অনামিকা:
    • 9OL. (ডট)
  4. ছোট আঙুল (কনিষ্ঠা):
    • 0P;/-=[]' (এপোস্ট্রফি)\ (ব্যাকস্ল্যাশ)EnterShift

থাম্ব (বৃদ্ধাঙ্গুল):

  • স্পেস বার (বাম বা ডান হাত দিয়ে চাপুন)

এইভাবে আপনি প্রথমে কোন আঙুলে কোন অক্ষর আছে সেটা একেবারে মাথায় গেঁথে নেবেন। যাতে আপনার যেকোনো সময় যে কোন অক্ষর ক্লিক করতে হলে নিমেষের মধ্যেই সেই আঙ্গুল দিয়েই ক্লিক করতে পারেন। 

এভাবে মুখস্থ করে আপনাকে নিয়মিত অনুশীলন করতে হবে অনুশীলনের কোন বিকল্প নেই। ইংরেজিতে কোন আঙুলে কোন অক্ষর আছে সেটা মুখস্থ করার জন্য আপনাকে যে সেনটেন্সটি বারবার অনুশীলন করতে হবে সেটি হল। A quick brown fox jumps over the lazy dog. এই সেন্টেন্সটিতে ইংলিশ ২৬ টি অক্ষরের প্রতিটি অক্ষরই রয়েছে। তাই আপনি এই সেন্টেন্সটি বারবার অনুশীলন করবেন। 

দ্বিতীয় কৌশল: কম্পিউটারে দ্রুত টাইপিং শেখার কৌশল 

দ্বিতীয় কৌশলটি হল আপনার যখন কোন আঙুলে কোন অক্ষর সেটি হালকা হালকা মুখস্ত হয়ে গিয়েছে তখন এই অভ্যাসটি চালু করবেন। কয়েকটি অনলাইন ওয়েবসাইট আছে যেখানে গেম অথবা স্কিল টেস্ট এর মত অনলাইন স্পিড টেস্ট রয়েছে যেখানে আপনি প্রতিনিয়ত টাইপ টেস্ট করতে পারবেন। এভাবে আপনি যদি কয়েকদিন প্র্যাকটিস করেন তাহলে দেখবেন আপনার টাইপিং এর গতি অনেক বেড়ে গিয়েছে। 

দ্রুত টাইপিং শেখার কৌশল জন্য অনলাইনের মাধ্যমে টাইপিং টেস্ট বা টাইপিং এর গতি বাড়ানোর কয়েকটি ওয়েবসাইটের নাম নিচে দেওয়া হল:

  1. https://www.typingtest.com/
  2. https://www.typing.com/student/tests
  3. https://thetypingcat.com/typing-speed-test

এছাড়াও আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে গিয়ে আপনি গেম খেলতে খেলতে বা অন্যান্য কাজকর্ম করতে করতে আপনার টাইপিং ফাস্ট করতে পারবেন। 

দ্রুত টাইপিং এর গুরুত্ব: 

টাইপিং একটি গুরুত্বপূর্ণ দক্ষতা যা আধুনিক যুগে শিক্ষা, চাকরি ও দৈনন্দিন কাজের জন্য অপরিহার্য। দ্রুত ও সঠিক টাইপিং দক্ষতা সময় বাঁচায়, কাজের গতি বাড়ায় এবং পেশাগত ক্ষেত্রে দক্ষতা ও পেশাদারিত্ব প্রকাশ করে। শিক্ষার্থীদের জন্য এটি পড়াশোনায় সহায়ক, আর পেশাজীবীদের জন্য এটি তথ্য প্রযুক্তির জগতে সফল হওয়ার চাবিকাঠি।

সরকারি চাকরী কিংবা কোম্পানির চাকরির ক্ষেত্রে আপনি প্রতি মিনিটে যদি ২০টি শব্দ না লিখতে পারেন তাহলে চাকরিটি হবে না। তাই বর্তমানে এই চাকরির বাজারে আপনি যদি কম্পিউটার অপারেটর হিসেবে একজন চাকরিজীবী হতে চান তাহলে অবশ্যই দ্রুত টাইপিং শেখা লাগবে।

পরিশেষে বলা যায়: আপনার যদি দ্রুত টাইপিং শেখা থাকে তাহলে চাকরি কিংবা নিজের কাজে সব জায়গাতেই আপনি অগ্রাধিকার পাবেন। উপরে যেভাবে বলা হয়েছে আপনি যদি এভাবেই নিয়মিত এক মাস অনুশীলন করেন তাহলে দেখবেন আপনার টাইপিং এর প্রতি অনেক বেড়ে গিয়েছে।

- Advertisement -
Latest news
- Advertisement -
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here