Sunday, October 12, 2025
Homeদ্বিতীয় ওয়ানডে: মোস্তাফিজের এক ওভারে ১৬ রান, ঝড় তুললেন গজনফর ও জাদরান

দ্বিতীয় ওয়ানডে: মোস্তাফিজের এক ওভারে ১৬ রান, ঝড় তুললেন গজনফর ও জাদরান

বাংলাদেশের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুর রহমানের এক ওভারে তুলে নিলেন ১৬ রান আফগানিস্তানের দুই ব্যাটার গজনফর ও জাদরান মিলে খেললেন ঝোড়ো ইনিংস। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে এই ওভারটি যেন বদলে দেয় খেলার গতি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে ইনিংসের শেষ দিকে আফগান ব্যাটাররা হাত খুলে খেলার সিদ্ধান্ত নেন। ৪৬তম ওভারে বল হাতে আসেন মোস্তাফিজ। কিন্তু গজনফর ও জাদরান তাঁর বিপক্ষে আক্রমণাত্মক রূপ নেন। এক ওভারে আসে ১৬ রান-এর মধ্যে দুটি চার ও একটি ছয়ও ছিল।

মোস্তাফিজের এই ব্যয়বহুল ওভারেই আফগানিস্তানের রান দ্রুত বাড়তে থাকে। শেষ দিকে জাদরান তুলে নেন অর্ধশতক, গজনফরও খেলেন কার্যকর ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে এর আগে রাব্বি ও তাসকিন শুরুতে ভালো নিয়ন্ত্রণ রাখলেও শেষ দশ ওভারে রানরেট বেড়ে যায়। মোস্তাফিজের ওভারটি তাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে বড় ভূমিকা রাখে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন :ইতালির ফুটবলের অন্ধকার টানেলে: টানা দুই বিশ্বকাপে অনুপস্থিতি, এবার কি ফিরবে ‘আজ্জুরি’?

এদিকে বাংলাদেশের ব্যাটারদের জন্য এখন লক্ষ্য হবে এই রান তাড়া করে সিরিজে সমতা ফেরানো। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডে জিতে টিকে থাকতে মরিয়া সাকিব আল হাসানের দল।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ