দেশে প্রথম ৫-জি সেবা চালু ৩০ই অক্টোবরের মধ্যে
বাংলাদেশে প্র্রথম ফাইভ-জি সেবা চালু করবে বানিজ্যিকভাবে গুলসান-বনানীসহ বেশ কয়েকটি জায়গায়। টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ নির্দেশ দিয়েছেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ৩০ অক্টোবরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল, গুলশান, বনানী এলাকা ও চট্টগ্রাম বন্দর এলাকায় বাণিজ্যিকভাবে ফাইভ-জি সেবা চালু করতে হবে।
২০২১ সালের ১২ ডিসেম্বর প্রথম বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ দেশের ৬টি স্থানে পরীক্ষা মূলকভাবে দ্রুতগতির ৫-জি সেবা চালু করে টেলিটক। সেই পথ অনুসরণ করে এরইমধ্যে বিভাগীয় শহরে ফাইভ-জি সেবার পরীক্ষা সম্পন্ন করেছে বেসরকারি তিনটি মোবাইল অপারেটর যেমন, গ্রামিনফোন, বাংলালিংক, রবি।
এদিকে ৫জি লাইসেন্সপ্রাপ্ত চার প্রতিষ্ঠানকে দ্বিতীয় বছরের শুরু থেকে সব প্রতিষ্ঠানকে ফাইভ-জি সেবা চালু করতেই হবে। এসব সেবার মধ্যে আছে স্মার্ট হোম, স্মার্ট সিটি, ইনটেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, স্মার্ট গ্রিডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা।
- সিমের মেয়াদ বাড়ানোর নিয়ম – সিম বন্ধ থাকলেও মালিকানা পরিবর্তন করতে পারবে না সিম কোম্পানি
- MNP – নম্বার ঠিক রেখে সিমের আপারেটর পরিবর্তন
‘রেগুলেটরি অ্যান্ড লাইসেন্সিং গাইডলাইনস ফর সেলুলার মোবাইল সার্ভিসেস ইন বাংলাদেশ’ নামের এই সমন্বিত নীতিমালা ৫-জির পাশাপাশি ২জি, ৩জি ও ৪জি প্রযুক্তির জন্যও প্রযোজ্য হবে।
গেছে ২০২২-এর মার্চে দেশের ৪টি মোবাইল অপারেটর গ্রাহকদের ৫-জি সেবা দেয়ার জন্য ১২৩ কোটি মার্কিন ডলারের ১৯০ মেগাহার্জ তরঙ্গ কিনেছে।