Wednesday, January 28, 2026
Homeদেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ টালিউডে রেকর্ড আয়ের সিনেমা

দেব-শুভশ্রী জুটির ‘ধূমকেতু’ টালিউডে রেকর্ড আয়ের সিনেমা

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল দেব–শুভশ্রী অভিনীত বহুল আলোচিত টালিউড সিনেমা “ধূমকেতু”। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তির দিন ভোর থেকেই দর্শকদের ভিড় জমে যায়। সিনেমাটির প্রথম দিনের আয় দাঁড়ায় প্রায় ২ কোটি ১০ লাখ রুপি।

পরের দিন শুক্রবার ভারতের স্বাধীনতা দিবস হওয়ায় হলে দর্শকদের ঢল নামে। ছুটির দিনে প্রথম দিনের আয়ের রেকর্ড ছাড়িয়ে যায় ‘ধূমকেতু’। দ্বিতীয় দিনে ছবিটির আয় দাঁড়ায় প্রায় ৩ কোটি ২ লাখ রুপি

মাত্র দুই দিনে টালিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। এই সাফল্যে ভক্ত ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা ও কলাকুশলীরা। দীর্ঘ ৯ বছর পর দেব–শুভশ্রী জুটিকে বড় পর্দায় দেখতে পেয়ে ভক্তরা আবেগে ভাসছেন।

সিনেমার পটভূমি

‘ধূমকেতু’ নির্মাণ করেছেন রানা সরকার, এটি একটি হৃদয়স্পর্শী কাহিনিকে কেন্দ্র করে নির্মিত। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেবশুভশ্রী গাঙ্গুলি। সিনেমাটির শুটিং শুরু হয় ২০১৩ সালে এবং শেষ হয় ২০১৫ সালে। নানা জটিলতার কারণে মুক্তি দীর্ঘ সময় আটকে থাকলেও অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

দেব–শুভশ্রী জুটির প্রাসঙ্গিকতা

ব্যক্তিগত জীবনে একসময় দেব ও শুভশ্রীর সম্পর্ক ছিল টালিউডে একটি ওপেন সিক্রেট। সম্পর্ক ভাঙার সময়েই তারা অভিনয় করেছিলেন ‘ধূমকেতু’তে। বর্তমানে তাদের ব্যক্তিজীবন আলাদা পথে গিয়েছে শুভশ্রী বিয়ে করেছেন পরিচালক রাজ চক্রবর্তীকে এবং সংসারে আছে দুই সন্তান, অন্যদিকে দেব রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

দীর্ঘ বিরতির পর বড়পর্দায় দেব শুভশ্রী জুটির প্রত্যাবর্তনই এখন টালিউডের সবচেয়ে বড় আকর্ষণ।

এই সিনেমার সাফল্য শুধু অর্থ নয়, বরং দর্শকপ্রিয় জুটির আবেগময় প্রত্যাবর্তনের উদাহরণ হিসেবে টালিউডে ইতিহাসে একটি বিশেষ স্থান করে নিয়েছে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ