Wednesday, September 17, 2025
Homeদুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি ঘোষণা

দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের টানা ৩ দিনের ছুটি ঘোষণা

দুর্গাপূজার আমেজে সরকারি চাকরিজীবী ও শিক্ষার্থীরা পাচ্ছেন ভিন্ন ভিন্ন ছুটির আনন্দ। যেখানে চাকরিজীবীরা টানা তিন দিন বিশ্রাম উপভোগ করবেন, সেখানে শিক্ষার্থীরা টানা ১২ দিন ছুটির সুযোগ পাচ্ছে। এই দীর্ঘ ছুটির মধ্যে দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসবও অন্তর্ভুক্ত থাকায় শিক্ষার্থীদের জন্য এটি বছরের অন্যতম বড় অবকাশ হয়ে উঠেছে। ফলে পরিবারের সঙ্গে সময় কাটানো ও উৎসবের আনন্দ ভাগাভাগি করার এক বিশেষ সুযোগ তৈরি হয়েছে সবার জন্য।

দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২ অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিনে একদিন সরকারি ছুটি থাকবে। এরপর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলে মোট তিন দিন অবকাশ ভোগ করতে পারবেন তারা।

অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য এ বছরের দুর্গাপূজার ছুটি হতে যাচ্ছে আরও দীর্ঘ। শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্কুল-কলেজসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। অর্থাৎ, শিক্ষার্থীরা পাচ্ছে টানা ১২ দিনের বিশ্রাম। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা বাড়তি দুই দিন বিশ্রাম পেয়ে যাবে।

মজার বিষয় হলো, শুধুমাত্র দুর্গাপূজা নয়, এই দীর্ঘ ছুটির মধ্যে আরও কয়েকটি ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্তর্ভুক্ত রয়েছে। ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উপলক্ষেও শিক্ষার্থীরা ছুটি উপভোগ করতে পারবে। এছাড়া ৬ অক্টোবর লক্ষ্মীপূজার দিনটিতে শিক্ষার্থীদের জন্য রয়েছে ঐচ্ছ্বিক ছুটির সুবিধা।

আরো পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ম গ্রেডের পদে পিএসসির লিখিত পরীক্ষা ২২ সেপ্টেম্বর

বিশ্ববিদ্যালয়গুলোর ছুটি নির্ধারণ করা হবে নিজস্ব সিন্ডিকেট সভার মাধ্যমে। যেহেতু সরকারি ও স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের নীতিমালায় পরিচালিত হয়, তাই তাদের ছুটির সময়সূচি আলাদাভাবে ঠিক হবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ