আপনি কি ভেবেছেন, একটানা ১২ দিনের ছুটি কেমন হতে পারে? ঠিক এমনই সুযোগ আসছে সামনে। দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা বারো দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পাচ্ছে দীর্ঘতম ছুটির স্বাদ, যা ঈদের ছুটির পর বছরের অন্যতম বড় আনন্দঘন বিরতি হয়ে উঠছে।
কখন থেকে শুরু এই ছুটি?
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে ৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে দুর্গাপূজার ছুটি। তবে তার আগের দুদিন—২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষার্থীদের জন্য এই ছুটি আরও দীর্ঘ হচ্ছে।
এ সময় শুধু দুর্গাপূজাই নয়, ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং ৬ অক্টোবর শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও যুক্ত হয়েছে। লক্ষ্মীপূজার দিন শিক্ষার্থীরা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা হয়ে উঠছে বৈচিত্র্যময় ও উৎসবমুখর।
সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা সুবিধা
শুধু শিক্ষার্থী নয়, সরকারি চাকরিজীবীরাও পাচ্ছেন টানা তিন দিনের ছুটি। কারণ, ২ অক্টোবর (বৃহস্পতিবার) দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি, এরপর শুক্রবার ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে অফিসগামীদের জন্যও মিলছে দীর্ঘ বিরতির স্বাদ।
বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাই তারা নিজ নিজ সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ছুটি নির্ধারণ করবে। তবে ধারণা করা হচ্ছে, তারাও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ছুটির ব্যবস্থা রাখবে।
আরো পড়ুন: আজকের রাশিফল ১৪ সেপ্টেম্বর ২০২৫: মেষ থেকে মীন পর্যন্ত দিন কেমন যাবে
শিক্ষার্থীদের জন্য এই দীর্ঘ ছুটি শুধু আনন্দের নয়, মানসিক চাপ কমাতেও সাহায্য করবে। পড়াশোনার ফাঁকে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ মিলবে। একই সঙ্গে দুর্গাপূজার মতো একটি ঐতিহ্যবাহী উৎসবকে আরও প্রাণবন্তভাবে উপভোগ করা যাবে।
এমন দীর্ঘ ছুটি খুব ঘন ঘন আসে না। তাই শিক্ষার্থীদের জন্য এটি হবে নতুন উদ্যমে পড়াশোনায় ফেরার আগে একটি বিশ্রামের সুযোগ। তবে খেয়াল রাখতে হবে, আনন্দ উদ্যাপনের পাশাপাশি যেন পড়াশোনার প্রতি মনোযোগও ধরে রাখা যায়।