আপনারা যারা দেশের বাইরে থেকে স্বর্ণ ক্রয় করতে চান। তারা প্রথমেই দুবাই আজকের সোনার দাম কত টাকা আছে তা জানতে চান। তাই আপনাদের কথা চিন্তা করে আজকে দুবাই বাজারে সোনার দাম কত আছে তা দেওয়া হলো। দুবাই বাজারে কাচা ও পাকা সোনা দুটোই পাওয়া যায়।
সেখানে ২১ ক্যারেট, ২২ ক্যারেট, ২৪ ক্যারেট সোনা বেশি জনপ্রিয়। আর এগুলোই ক্রয় বিক্রয় হয়ে থাকে। আপনি এই আর্টিকেলটি পড়লে বুঝতে পারবেন যে আজকে দুবাই কত টাকা রয়েছে স্বর্ণের দাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
১৮ ক্যারেট সোনার দাম দুবাই
নিচে দুবাই বাজারে আজকের ১৮ ক্যারেট সোনার দাম কত আছে তা দেওয়া হলো:
| ওজন | দুবাই দাম | বাংলা টাকায় |
|---|---|---|
| ১ গ্রামা সোনা | ৩৭৭ দিরহাম | ১২,১০৯ টাকা |
| ১ ভরি সোনা | ৪,৩৯৭.২৫ দিরহাম | ১,৪১,২৩৯ টাকা |
২১ ক্যারেট সোনার দাম দুবাই
নিচে দুবাই বাজারে আজকের ২১ ক্যারেট সোনার দাম কত আছে তা দেওয়া হলো:
| ওজন | দুবাই দাম | বাংলা টাকায় |
|---|---|---|
| ১ গ্রামা সোনা | ৪৪০ দিরহাম | ১৪,১৩২ টাকা |
| ১ ভরি সোনা | ৫,১৩২.০৭ দিরহাম | ১,৬৪,৮৪২ টাকা |
২২ ক্যারেট সোনার দাম দুবাই
নিচে দুবাই বাজারে আজকের ২২ ক্যারেট সোনার দাম কত আছে তা দেওয়া হলো:
| ওজন | দুবাই দাম | বাংলা টাকায় |
|---|---|---|
| ১ গ্রামা সোনা | ৪৫৮.৭৫ দিরহাম | ১৪,৭৩৫ টাকা |
| ১ ভরি সোনা | ৫,৩৫০.৭৬ দিরহাম | ১,৭১,৮৪২ টাকা |
২৪ ক্যারেট সোনার দাম দুবাই
নিচে দুবাই বাজারে আজকের ২৪ ক্যারেট সোনার দাম কত আছে তা দেওয়া হলো:
| ওজন | দুবাই দাম | বাংলা টাকায় |
|---|---|---|
| ১ গ্রামা সোনা | ৪৯৫.৫০ দিরহাম | ১৫,৯১৫ টাকা |
| ১ ভরি সোনা | ৫,৭৭৯.৪১ দিরহাম | ১,৮৫,৬৩৪ টাকা |
স্বর্ণ এমন একটি ধাতু যার সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ধাতু গুলোর মধ্যে অন্যতম। তাছাড়াও সোনায় বিনিয়োগ করে থাকেন অনেক মানুষ। এক্ষেত্রে অন্যান্য বিনিয়োগ খাত গুলো রয়েছে তার থেকে কম ঝুকি তাই আপনি আপনার টাকা লাভজনক এবং কম ঝুকির কোন খাতে বিনিয়োগ করতে চান তাহলে স্বর্ণে বিনিয়োগ করতে পারেন।
আরো পড়ুন:
কলকাতায় আজকের সোনার দাম – ২৫ অক্টোবর ২০২৫
বাংলাদেশে আজকের সোনার দাম – ২৫ অক্টোবর ২০২৫
মেয়েদের কাছে অতি পছন্দের একটি নাম হলো স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিয়ের সময় তো একটি রীতি হয়ে গিয়েছে যে সোনার গহনা ছাড়া বিয়ে হয় নাকি। তাহলে বুঝতে পারছেন সোনা মানুষের মনের কতখানি জায়গা দখল করে নিয়েছে।

