দীপাবলিকে কেন্দ্র করে বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ঘোষণা করেছে আকর্ষণীয় ছাড় ও অফার। ছোট হ্যাচব্যাক থেকে শুরু করে বড় তিন সারির এসইউভি—সব মডেলেই থাকছে বিশেষ মূল্যছাড় ও অতিরিক্ত সুবিধা। অটোমোবাইল বিশ্লেষকদের মতে, এটি গাড়ি কেনার সবচেয়ে উপযুক্ত সময়গুলোর একটি।
হুন্দাই গ্র্যান্ড আই১০ নিয়স
শহুরে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় এই ছোট গাড়িটি তার আকর্ষণীয় নকশা ও আধুনিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। দীপাবলি অফারে এতে মিলছে ৭৩,৮০৮ রুপির জিএসটি ছাড় এবং অতিরিক্ত ৫৫,০০০ রুপির অফার। সব মিলিয়ে গাড়িটির কার্যকর দাম দাঁড়িয়েছে প্রায় ৫,৪৭,২৭৮ রুপি।
এই মডেলে রয়েছে ৮ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, তারবিহীন চার্জিং ব্যবস্থা, সংযুক্ত গাড়ি প্রযুক্তি এবং সিএনজি সংস্করণ। ১.২ লিটার পেট্রোল বা সিএনজি ইঞ্জিনের সঙ্গে থাকছে ৫-গতির ম্যানুয়াল বা স্বয়ংক্রিয় গিয়ারবক্স। নিরাপত্তার জন্য আছে দ্বৈত এয়ারব্যাগ, এবিএস ও পেছনের পার্কিং সেন্সর।
হুন্দাই ভেন্যু
ভারতের অন্যতম জনপ্রিয় এসইউভি ভেন্যু এখন পাওয়া যাচ্ছে ১,২৩,৬৫৯ রুপির জিএসটি ছাড় এবং ৫০,০০০ রুপির অতিরিক্ত অফারসহ—মোট প্রায় ১.৭ লাখ রুপির সুবিধা। কার্যকর দাম নেমে এসেছে ৭,২৬,৩৮১ রুপিতে।
আরো পড়ুন: আমরণ অনশন করলেন তিন দফা দাবি নিয়ে এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা
ভেন্যু মডেলে আছে ১.০ লিটার টার্বো পেট্রোল, ১.২ লিটার পেট্রোল ও ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন বিকল্প। এছাড়া রয়েছে সানরুফ, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৮ ইঞ্চি বিনোদন পর্দা এবং ছয়টি এয়ারব্যাগসহ উন্নত সুরক্ষা ব্যবস্থা।
হুন্দাই অরা
ছোট সেডানপ্রেমীদের জন্য আদর্শ হুন্দাই অরা, যেখানে পাওয়া যাচ্ছে ৭৮,৪৬৫ রুপির জিএসটি ছাড় এবং ৪৩,০০০ রুপির অতিরিক্ত অফার। ফলে গাড়িটির কার্যকর দাম কমে দাঁড়িয়েছে ৫,৯৮,৩২০ রুপি।
এতে রয়েছে ১.২ লিটার পেট্রোল ও সিএনজি ইঞ্জিন, ৮ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, তারবিহীন সংযোগ ব্যবস্থা এবং চারটি এয়ারব্যাগ।
হুন্দাই এক্সটার
তরুণ ক্রেতাদের লক্ষ্য করে তৈরি হুন্দাই এক্সটার এখন পাওয়া যাচ্ছে ৫১,১৫৮ রুপির জিএসটি ছাড় এবং ৪৫,০০০ রুপির অতিরিক্ত অফারসহ, মোট ৯৬,০০০ রুপির সুবিধায়। গাড়িটির কার্যকর দাম দাঁড়িয়েছে ৫,৪৮,৭৪২ রুপি।
এতে রয়েছে সামনের ক্যামেরা (ড্যাশক্যাম), সানরুফ এবং ছয়টি মানসম্মত এয়ারব্যাগ—যা এই শ্রেণির গাড়িগুলোর মধ্যে অনন্য।
হুন্দাই আলকাজার
বড় পরিবারের জন্য আদর্শ আলকাজার মডেলে মিলছে ৭৫,৩৭৬ রুপির জিএসটি ছাড় এবং ৬০,০০০ রুপির অতিরিক্ত অফার। সব মিলিয়ে কার্যকর দাম দাঁড়িয়েছে ১৪,৪৭,৩০৫ রুপি।
এই তিন সারির এসইউভিতে আছে ৬ ও ৭ আসনের বিকল্প, ১.৫ লিটার টার্বো পেট্রোল ও ডিজেল ইঞ্জিন, প্যানোরামিক সানরুফ এবং ৩৬০ ডিগ্রির ক্যামেরা।
দীপাবলি উপলক্ষে হুন্দাইয়ের এই বিশেষ ছাড় ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কোম্পানির দাবি, সীমিত সময়ের এই অফারে যেকোনো মডেল কিনলেই পাওয়া যাবে অতিরিক্ত আর্থিক সুবিধা ও উৎসবের আনন্দ একসঙ্গে।