Sunday, October 12, 2025
Homeদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুর্দান্ত ইনিংস খেলার পর জয়সোয়াল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দুর্দান্ত ইনিংস খেলার পর জয়সোয়াল।

ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মাঝে আলোচনায় এখন যশস্বী জয়সোয়ালের দুর্দান্ত ইনিংস। দিল্লিতে চলমান দ্বিতীয় টেস্টে ২৩ বছর বয়সী এই ওপেনার খেলেছেন ১৭৫ রানের চোখ ধাঁধানো ইনিংস। তার এমন বিধ্বংসী ব্যাটিং দেখে কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা মজার ছলে বলেই ফেললেন ‘আমাদের বোলারদের এত মেরো না।’

জয়সোয়ালের রানের ঝড় আর লারার রসিকতা

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৫১৮ রান। তাতে একাই ১৭৫ রান জয়সোয়ালের। বয়স ২৪ পূর্ণ হওয়ার আগেই এটি তার পঞ্চম ১৫০ প্লাস ইনিংস যা গ্রায়েম স্মিথ ছাড়া অন্য কারও নেই।
বিসিসিআইয়ের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মাঠের পাশে লারার সঙ্গে সাক্ষাৎ করেন জয়সোয়াল। অভিবাদন জানাতেই হেসে লারা বলেন, ‘আমাদের বোলারদের এত মেরো না।’ জয়সোয়ালও বিনয়ের সঙ্গে জবাব দেন, ‘আমি শুধু চেষ্টা করছি।’ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই ভিডিও।

আরো পড়ুন :রোনালদো-তোরেসের পেনাল্টি মিসেও পর্তুগাল-স্পেন জিতল, গ্রুপ শীর্ষে টানা জয়

জয়সোয়ালের এই ধারাবাহিক সাফল্য তাকে ভারতের টেস্ট ক্রিকেটের নতুন তারকায় পরিণত করেছে। এখন পর্যন্ত ২৬ টেস্টে তার সংগ্রহ ২৪২০ রান, গড় ৫২.৬১। রয়েছে ৭ সেঞ্চুরি ও ১২ ফিফটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ