২০২৫ সালের HSC Result 2025 দিনাজপুর বোর্ড প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। এ বছর বোর্ডে মোট ১ লাখ ৫ হাজার ৮৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে ৬০ হাজার ৮৮২ জন। পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার উল্লেখযোগ্যভাবে কমেছে পাশের হার ও জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।
বিভাগভিত্তিক ফলাফল
- বিজ্ঞান বিভাগে: ২৫ হাজার ৬৫১ জনের মধ্যে পাশ করেছে ১৯ হাজার ৫২৬ জন। পাশের হার ৭৬.১২ শতাংশ।
- মানবিক বিভাগে: ৭২ হাজার ৮৩৩ জনের মধ্যে পাশ করেছে ৩৮ হাজার ২৪১ জন। পাশের হার ৫২.৫১ শতাংশ।
- ব্যবসায় শিক্ষা বিভাগে: ৭ হাজার ৪০৭ জনের মধ্যে পাশ করেছে ৩ হাজার ১১৫ জন। পাশের হার ৪২.০৫ শতাংশ।
সাত বছরে সর্বনিম্ন ফলাফল
পরিসংখ্যানে দেখা গেছে, গত ৭ বছরের মধ্যে এবার দিনাজপুর বোর্ডের ফল সবচেয়ে খারাপ।
- ২০২৫: ৫৭.৪৯%
- ২০২৪: ৭৭.৫৬%
- ২০২৩: ৭৪.৪৮%
- ২০২২: ৭৯.০৮%
- ২০২১: ৯২.৪৩%
- ২০২০: শতভাগ (অটোপাশ)
- ২০১৯: ৭১.৭৮%
একইভাবে জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও বড় ধস নেমেছে। গত বছর যেখানে ১৪ হাজার ২৯৫ জন শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল, এবার সেই সংখ্যা নেমে এসেছে ৬ হাজার ২৬০–এ
আরো পড়ুন : এইচএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ: ঢাকা বোর্ডের ফলাফল দেখবেন যেভাবে
ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
দিনাজপুর বোর্ডে বরাবরের মতো এবারও মেয়েরা ছেলেদের চেয়ে ভালো করেছে। মেয়েদের পাশের হার ৬১.৯২ শতাংশ, যেখানে ছেলেদের ৫২.৬৫ শতাংশ।
জিপিএ–৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরাই এগিয়ে ৩,৪৮৬ জন মেয়ে পেয়েছে জিপিএ–৫, আর ছেলেদের সংখ্যা ২,৭৭৪।
বোর্ডের বিগত সাত বছরের ফলাফল বিশ্লেষণ করেও একই ধারা দেখা গেছে-প্রতিবারই মেয়েরা ফলাফলে এগিয়ে।