Tuesday, August 26, 2025
Homeথালাপতি বিজয় ঘোষণা করলেন বিজেপি-বিরোধী যুদ্ধ, তামিল রাজনীতিতে তৃতীয় শক্তির আগমন

থালাপতি বিজয় ঘোষণা করলেন বিজেপি-বিরোধী যুদ্ধ, তামিল রাজনীতিতে তৃতীয় শক্তির আগমন

মাদুরাই, তামিলনাড়ু: তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) প্রধান এবং জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয় মাদুরাইয়ে এক বিশাল সমাবেশে আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে নিজের দলের শক্তি প্রদর্শন করেছেন। এদিন বিজয় সরাসরি ঘোষণা করেছেন, তার দলের প্রধান আদর্শগত শত্রু বিজেপি, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে।

বিজেপি ও ডিএমকের বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ

সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন, “আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি, আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেত্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয়; এটি এমন একটি শক্তি, যা কোনো দলে ভয় পায় না। আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, এই লড়াই শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার জন্য নয়, এটি আদর্শের লড়াইও। বিজয় দাবি করেছেন, “তামিলরা কখনোই বিজেপির পাশে থাকবে না। যেমন পদ্মপাতায় জল স্থায়ী হয় না, তেমনি তামিলদের সম্পর্কও বিজেপির সঙ্গে টিকবে না।”

থালাপতি বিজয় ঘোষণা করলেন বিজেপি বিরোধী যুদ্ধ 2
ছবি: ইন্টারনেট

প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ

এছাড়া বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, “এনইইটি বাতিল করুন! পারবেন কি, নরেন্দ্র মোদি? আপনার একগুঁয়েমির কারণে আমাদের ছাত্র-ছাত্রীরা ভুগছে।”

বিজয় সমাবেশে সিংহের সঙ্গে নিজের নেতৃত্বের তুলনাও টানেন। তার ভাষ্য, “সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আবার কিভাবে একা থাকতে হয়। সে কখনো ভয় পায় না। সিংহ কেবল শিকারের জন্যই বেরোয়, বিনোদনের জন্য নয়। আর কখনও মৃত শিকার খায় না।”

আরো পড়ুন:

সুপারম্যান বিশ্বব্যাপী ৬০০ মিলিয়ন ডলার অতিক্রম, বছরের শীর্ষ সুপারহিরো মুভি

তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে উদ্ভব

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে-র বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি।

থালাপতি বিজয় ঘোষণা করলেন বিজেপি বিরোধী যুদ্ধ 1
থালাপতি বিজয়। ছবি: ইন্টারনেট

২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করা বিজয়ের জন্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচন হবে প্রথম বড় পরীক্ষা। মাদুরাইয়ের এই সমাবেশ ছিল সেই নির্বাচনের প্রেক্ষাপটে দলের সবচেয়ে বড় শোডাউনগুলোর একটি।

ঐতিহাসিক রাজনৈতিক রূপকল্পের সঙ্গে তুলনা

বিজয় এ নির্বাচনী লড়াইকে তামিল রাজনীতির দুই গুরুত্বপূর্ণ বছর ১৯৬৭ ও ১৯৭৭-এর সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেন, “২০২৬ সালেও ঘটবে ১৯৬৭ আর ১৯৭৭-এর মতো এক রাজনৈতিক জাদু। নতুন শক্তি উঠে আসবে।”

এভাবেই তামিল রাজনীতির মঞ্চে বিজয় ও তার টিভিকে দল নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যা আগামী নির্বাচনে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ