জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার পর থেকে দেশজুড়ে তুমুল আলোচনা চলছে। রবিবার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগ রয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় তিনি আসামি। সোমবার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠান।
তৌহিদের গ্রেপ্তারের পর ভুক্তভোগীরা সামাজিক মাধ্যমে মুখ খুলতে শুরু করেছেন। শোবিজ অঙ্গনেও এই ঘটনাকে কেন্দ্র করে চলছে ব্যাপক আলোচনা।
শামীমের ফেসবুক পোস্টে ইঙ্গিত
এই সময়ে অভিনেতা শামীম হাসান সরকার নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। যদিও সেখানে সরাসরি তৌহিদের নাম উল্লেখ করেননি, তবে ভক্তরা নিশ্চিত হয়েছেন যে পোস্টটি আসলে তাকে নিয়েই।
শামীম লিখেছেন,
“অন্যের বিপদে পড়ে আমি আনন্দ পাই না। তবে যার সাথে ঘটে, তার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। কারণ তখন সে বন্ধু, চামচা আর শত্রু— সবাইকে চিনে ফেলে। ভবিষ্যতে তাদের হাতে আর প্রতারিত বা খুন হবে না।”
আরো পড়ুন:
শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন: তিন দাবিতে অবরোধ
কর্মফল নিয়ে শামীমের মন্তব্য
শামীমের মতে, তৌহিদ ভুল করেছেন এবং তা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। তিনি পরামর্শ দিয়ে লেখেন,
“আল্লাহর প্রতি বিশ্বাস থাকলে এবং নিজের ভুল শুধরে নিতে পারলে সফল হওয়া অসম্ভব কিছু না। সত্যি বলছি, অন্যের বিপদে পড়ে আমি খুশি হই না।”
পোস্টে তিনি আরও যোগ করেন,
“সবাই সবার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনিও করেন। এতে অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। ইহকাল এতটাই ছোট, যেখানে অন্যের দিকে তাকানোর সময়ও থাকে না।”
আদালতের সিদ্ধান্ত
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক সোমবার শুনানির পর তৌহিদ আফ্রিদিকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।