Monday, October 6, 2025
Homeতিন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, ছিটকে গেল ব্রাজিল

তিন জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনা, ছিটকে গেল ব্রাজিল

আর্জেন্টিনার সাফল্যের দিনে ব্যর্থতার তিক্ত গল্প লিখল ব্রাজিলের যুবারা। গ্রুপপর্বে তিন ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে জয়শূন্য থেকে আসর শেষ করেছে ব্রাজিল, ফলে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হলো সেলেসাওদের।

রোববার (৫ অক্টোবর) ভোরে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যায় আর্জেন্টিনা। এর আগে কিউবা ও অস্ট্রেলিয়ার বিপক্ষেও জিতেছিল তারা। ইতালির বিপক্ষে ম্যাচেও দারুণ আধিপত্য দেখায় দলটি। ৬১ শতাংশ সময় বল দখলে রাখলেও একমাত্র লক্ষ্যে নেওয়া শটেই গোল মেলে। আনদ্রাদার থেকে বল পেয়ে ৭৪তম মিনিটে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সহজেই শেষ ষোলোতে জায়গা করে নেয় মেসির উত্তরসূরিরা।

ব্রাজিলের হতাশা, শেষ ষোলো থেকে ছিটকে যাওয়া

অন্যদিকে মেক্সিকোর সঙ্গে ড্র ও মরক্কোর কাছে হেরে শেষ ম্যাচে স্পেনের বিপক্ষে জিততেই হতো ব্রাজিলকে। সেই লড়াইটা ছিল বাঁচা-মরার। কিন্তু ভাগ্য সেদিনও সহায় হয়নি তাদের। অষ্টম মিনিটে জোয়াও ক্রুজের ভলি শট বার ঘেঁষে বাইরে চলে গেলে বড় সুযোগ হাতছাড়া হয়। গোলরক্ষক রেজেন্দে কস্তা একের পর এক সেভ করে দলকে বাঁচালেও ৪৭তম মিনিটে ইকার ব্রাভোর গোলে এগিয়ে যায় স্পেন।

আরো পড়ুন : আর্জেন্টিনার উৎসবের রাতে ইতিহাস গড়ল ব্রাজিলের ব্যর্থতা, প্রথমবার গ্রুপ পর্ব থেকে বিদায়

এরপর মরিয়া হয়ে আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ব্রাজিল। স্পেনের গোলরক্ষক ফ্রান গঞ্জালেজ একাধিক সেভে তাদের হতাশ করেন। শেষ পর্যন্ত ১-০ গোলে হেরে গ্রুপের তলানিতে থেকে আসর শেষ করে সেলেসাওরা। তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়া তাদের জন্য এক বড় ব্যর্থতা হয়ে রইল এ টুর্নামেন্ট।

আর্জেন্টিনা-স্পেনের উজ্জ্বল অগ্রযাত্রা

আর্জেন্টিনা যেখানে গ্রুপ সেরা হয়ে উচ্ছ্বাসে ভাসছে, স্পেনও শক্তিশালী পারফরম্যান্সে শেষ ষোলো নিশ্চিত করেছে। বিপরীতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিদায় ফুটবলপ্রেমীদের মনে রেখেছে হতাশার রেশ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ