সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। সম্প্রতি লন্ডন সফর শেষে দেশে ফিরে তিনি একটি সমাবেশে বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন শুধু গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা করবে না, বরং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গনে মৌলিক পরিবর্তন আনবে।
সমাবেশে জনতার সঙ্গে কুশল বিনিময়
আজ সোমবার বিকেলে দক্ষিণ সুরমার চন্ডীপুল এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় ও সমাবেশে আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে এখন নির্বাচনী আবহ তৈরি হয়েছে। তিনি যুক্তি দেখিয়ে বলেন, “জনগণ কাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনগণকে ভুল পথে নেওয়ার চেষ্টা হচ্ছে, তবে গণতন্ত্রবিরোধীরা আর কখনও জনগণের পাশে দাঁড়াতে পারবে না।”
আরো পড়ুন: নেপালে সামাজিক মাধ্যম বর্জনের প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষ, হোম মিনিস্টার পদত্যাগ, ১৯ জন নিহত
জনগণই দেশের প্রকৃত মালিক
জেলা বিএনপির সভাপতি আরও বলেন, “জনগণই দেশের প্রকৃত মালিক। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবেন।” তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রসঙ্গেও উল্লেখ করেন যে, আদালতে তারেক রহমান সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়েছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম, উপদেষ্টা নিজাম উদ্দিন তরফদার, জিল্লুর রহমান, বদরুল ইসলাম, এনামুল হক, সহসম্পাদক মাহবুব আলম এবং সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।