বলিউড অভিনেতা অন্নু কাপুর আবারও বিতর্কের মুখে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তামান্না ভাটিয়ার সৌন্দর্য নিয়ে অশালীন মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। নেটিজেনরা তার বক্তব্যকে ‘অশ্লীল’ ও ‘অশোভন’ বলে সমালোচনা করছেন।
অন্নু কাপুরের বিতর্কিত মন্তব্য
সম্প্রতি ইউটিউব চ্যানেল শুভঙ্কর মিশ্রার এক সাক্ষাৎকারে অংশ নেন অন্নু কাপুর। সাক্ষাৎকার চলাকালীন তিনি তামান্না ভাটিয়ার জনপ্রিয় গান ‘আজ কি রাত’ সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, “মাশাআল্লাহ, কী দুধিয়া বদন (মিল্কি বডি) আছে।” তার এই মন্তব্যে উপস্থাপক কিছুটা বিব্রত হয়ে পড়েন এবং আলোচনাটি গানের প্রসঙ্গে ঘুরিয়ে দেন।
আরো পড়ুন: নাইক্ষ্যংছড়ি সীমান্তের রেজু আমতলী এলাকায় বিস্ফোরণস্থল
এর পর উপস্থাপক তামান্নার এক পুরনো মন্তব্যের প্রসঙ্গ তোলেন, যেখানে অভিনেত্রী বলেছিলেন—বাচ্চারা তার ‘আজ কি রাত’ গানের তালে ঘুমিয়ে পড়ে। এ নিয়ে অন্নু কাপুর মন্তব্য করেন, “কত বয়সের বাচ্চারা ঘুমায় বলুন তো? ৭০ বছরের মানুষও তো বাচ্চা হতে পারে! আমি হলে জিজ্ঞাসা করতাম, কোন বয়সের বাচ্চারা ঘুমায়?”
নেটিজেনদের প্রতিক্রিয়া: “অশ্লীল মন্তব্য”
অন্নু কাপুরের এই বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মন্তব্য করেন, “এটা একেবারেই অশালীন ও অপ্রয়োজনীয়।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “বয়সের সঙ্গে সঙ্গে সংযম আসার কথা, কিন্তু উনি তা ভুলে গেছেন।”
অন্নুর এই মন্তব্যে অনেকেই মনে করছেন, বলিউডে নারী শিল্পীদের নিয়ে এমন মন্তব্য বিনোদন নয়, বরং অসম্মানের শামিল। কিছু ব্যবহারকারী আহ্বান জানিয়েছেন, এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানানো উচিত।
অন্নু কাপুরের বক্তব্যের অর্থ ও প্রেক্ষাপট
যদিও অন্নু কাপুর তার বক্তব্যকে ‘রসিকতা’ হিসেবে বলেছেন বলে মনে হয়, তবুও তার কথার ভঙ্গি ও ভাষা অনেকের কাছে অসম্মানজনক মনে হয়েছে। সামাজিক মাধ্যমে সমালোচনার পর এখনো পর্যন্ত অভিনেতা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি।