Wednesday, September 17, 2025
Homeঢাকা মেট্রো রেলে লাখ টাকার বেতনে চুক্তিভিত্তিক চাকরি আবেদন শুরু

ঢাকা মেট্রো রেলে লাখ টাকার বেতনে চুক্তিভিত্তিক চাকরি আবেদন শুরু

ঢাকা মেট্রো রেলের ইতিহাসে অন্যতম আকর্ষণীয় সুযোগ এসেছে চাকরিপ্রার্থীদের জন্য। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) ছয়টি শূন্য পদে লাখ টাকার বেশি বেতনের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। দেশের অভিজ্ঞ প্রফেশনালরা রেলওয়ে ও মেট্রো অপারেশন, প্রশিক্ষণ, হিসাবরক্ষণ ও মানবসম্পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ডাকযোগে জমা দিতে হবে। এই চাকরিগুলো বিশেষভাবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীদের জন্য লক্ষ্য করা হয়েছে।

ঢাকা মেট্রো রেলের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) মোট ছয়টি পদে চুক্তিভিত্তিক জনবল নেওয়া হবে। এই পদগুলো তৃতীয় ও চতুর্থ গ্রেডের এবং আবেদন করার শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৫।

প্রধান পদগুলোর মধ্যে রয়েছে পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স), যেটির জন্য প্রার্থীর ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকা আবশ্যক। অভিজ্ঞতা হিসেবে রেলওয়ে বা মেট্রো রেল সংক্রান্ত কাজে দেশ-বিদেশে সর্বনিম্ন ২০ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মূল বেতন ১,২৯,৯৫০ টাকা নির্ধারিত হয়েছে।

অন্য একটি গুরুত্বপূর্ণ পদ হলো মহাব্যবস্থাপক (অপারেশন), যেখানে প্রার্থীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এই পদে অভিজ্ঞতা হিসেবে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর পঞ্চম গ্রেড বা সমমানের পদে কমপক্ষে ১৫ বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন নির্ধারিত হয়েছে ১,১৫,০০০ টাকা।

এছাড়াও এমআরটি ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) এবং মহাব্যবস্থাপক (পি-ওয়ে ও সিভিল) পদগুলিতেও নিয়োগ হবে। প্রত্যেক পদে বয়সসীমা সর্বোচ্চ ৬২ বছর।

আরো পড়ুন: গবেষণা সহায়তার সুযোগ: সরকারি-বেসরকারি শিক্ষকরা আবেদন করুন এখনই

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন হলেও প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে প্রাসঙ্গিক শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি সংযুক্ত করতে হবে। এছাড়া আবেদন ফি ২,০০০ টাকা পে-অর্ডার মাধ্যমে জমা দিতে হবে। আবেদন শুধুমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে।

চাকরিপ্রার্থীরা ডিএমটিসিএলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে সময়মতো আবেদন জমা দিতে পারবেন। এটি ঢাকার মেট্রো রেল প্রোজেক্টে কর্মজীবনের এক সোনালি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

ঢাকা মেট্রো রেলে লাখ টাকার বেতনের চাকরি – আবেদন তথ্য

১. শূন্য পদ ও বেতন

পদ নামপদসংখ্যাশিক্ষাগত যোগ্যতাঅভিজ্ঞতামূল বেতন (টাকা)গ্রেড
পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল/কম্পিউটার/ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতকদেশের বা বিদেশের রেলওয়ে/মেট্রো রেল অভিজ্ঞতা, ন্যূনতম ২০ বছরের বাস্তব কাজ1,29,950তৃতীয়
মহাব্যবস্থাপক (অপারেশন)একই ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকরেলওয়ে/মেট্রো অপারেশন, ১৫ বছরের বাস্তব কাজ1,15,000চতুর্থ
অধ্যক্ষ, এমআরটি ট্রেনিং সেন্টারমেকানিক্যাল/সিভিল/কম্পিউটার/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং স্নাতকমেট্রোরেল বা রেলওয়ে প্রশিক্ষণ, ১৫ বছরের অভিজ্ঞতা1,15,000চতুর্থ
মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব)হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর বা সিএ/সিএমএ ডিগ্রিঅর্থ ও হিসাব সম্পর্কিত কাজে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতা1,15,000চতুর্থ
মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন)যেকোনো বিষয়ে স্নাতকোত্তরমানবসম্পদ/প্রশাসন বা সমমানের পদে ১৫ বছরের অভিজ্ঞতা1,15,000চতুর্থ
মহাব্যবস্থাপক (পি-ওয়ে ও সিভিল)সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতকপ্রশাসন/মানবসম্পদ ও মেট্রো পি-ওয়ে কাজে ১৫ বছরের অভিজ্ঞতা1,15,000চতুর্থ

২. আবেদন শর্তাবলী

  1. আবেদন ফরম ডিএমটিসিএল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
  2. আবেদনপত্রের সঙ্গে অবশ্যই সংযুক্ত করতে হবে:
    • সম্প্রতি তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি ২ কপি
    • চাকরির বিবরণী বা পারসোনাল ডেটা শিট (যদি প্রযোজ্য হয়)
    • জাতীয় পরিচয়পত্রের ছায়ালিপি
    • শিক্ষাগত যোগ্যতার সকল সনদের ছায়ালিপি
    • প্রাসঙ্গিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সনদের ছায়ালিপি
  3. একজন প্রার্থী শুধুমাত্র একটিই পদে আবেদন করতে পারবেন।
  4. আবেদন ফি: ২,০০০ টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডার মূল কপি।
  5. আবেদন পাঠাতে হবে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে:
    • ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড
    • মেট্রো রেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬ দিয়াবাড়ী, উত্তরা, ঢাকা-১২৩০

৩. গুরুত্বপূর্ণ সময়সীমা

বিষয়তারিখ
আবেদন শুরুর তারিখ১৩ সেপ্টেম্বর ২০২৫
আবেদন শেষ তারিখ১৬ অক্টোবর ২০২৫

৪. অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য

  • বয়সসীমা: সর্বোচ্চ ৬২ বছর
  • প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতা যাচাই করা হবে নিয়োগের সময়
  • চাকরিগুলো বিশেষভাবে অভিজ্ঞ প্রফেশনালদের জন্য লক্ষ্য করা হয়েছে

ঢাকা মেট্রো রেলে লাখ টাকার বেতনের চুক্তিভিত্তিক চাকরির জন্য এখনই আবেদন করুন। ছয়টি শূন্য পদে নিয়োগ, বয়সসীমা সর্বোচ্চ ৬২ বছর। আবেদন ফি মাত্র ২,০০০ টাকা। শুধুমাত্র ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আবেদন পাঠানো যাবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ