HomeNewsডুয়েল কারেন্সি কার্ড থাকলে ৫টি সর্তকতা জানা প্রয়োজন

ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ৫টি সর্তকতা জানা প্রয়োজন

ডুয়েল কারেন্সি কার্ড থাকলে ৫টি সর্তকতা

আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে থাকেন সেটি যেকোনো ব্যাংকের অথবা অনলাইন ভার্চুয়াল ডুয়েল কারেন্সি হোক না কেন। আপনি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করেন তাহলে আজকে দেখানো কিছু সতর্কতা আপনাকে মানতে হবে। যদি আপনি এই সতর্কতা মেনে চলেন তাহলে আপনি কখনোই আপনার ডুয়েল কারেন্সি কার্ডে স্কামিং এর শিকার হবেন না।

দেখুন বর্তমান পৃথিবীতে যতই ডিজিটাল উন্নয়ন হোক না কেন সেখানে কিছু না কিছু সমস্যা থেকে থাকে। তাই প্রতিবছর যারা ডুয়েল কারেন্সি কার্ডে ব্যবহার করে সেখান থেকে অনেকেই স্কামিং এর শিকার হয়ে থাকেন। আসলে স্কামিংটা আপনি আপনার নিজের দোষেই হয়ে থাকেন।

১. হ্যাকার যদি আপনার কার্ডের শেষ ৪ ডিজিট সংখ্যা এবং আপনার কার্ডের মেয়াদের তারিখ জানতে পারে। তাহলে আপনাকে কিন্তু সরাসরি তারা ফোন করতে পারে এবং ফোন করে আপনাকে বিভিন্নভাবে কথার জালে ফেলে ওটিপি কোর চাইতে পারে। আর আপনি যদি এই ওটিপি করতে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কার্ডে থাকা সকল টাকা হ্যাকারে নিয়ে যাবে। তাই আপনি যদি একটি কার্ড ব্যবহার করে থাকেন তাহলে কারো সাথে শেষে সংখ্যা এবং ওটিপি কোড শেয়ার করবেন না।

২. Card-এর
PIN NUMBER
CVV NUMBER
EXPIRED DATE

অথবা কার্ডের যেকোনো তথ্য কারো কাছে শেয়ার করবেন না। শুধুমাত্র ব্যাংক কর্মকর্তা তাও আপনি নিজে সেই ব্যাংকে গিয়ে কিছু তথ্য দিতে পারেন। তাছাড়া পরিচিত অথবা অপরিচিত কারো সঙ্গেই আপনি আপনার কার্ডের সকল ইনফরমেশন শেয়ার করবেন না।

৩. Pos-মেশিন দিয়ে টাকা তোলার সময় অবশ্যই আপনার ফোনে আসা এসএমএসটি চেক করে নেবেন। এই এসএমএসে কত টাকা আপনার ব্যাংক থেকে তোলা হচ্ছে সেটি আপনি দেখতে পারবেন। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনি ব্যাংকের পোস মেশিন দিয়ে টাকা তোলার সময়।

৪. অনলাইন পেমেন্ট করার সময় অবশ্যই হই-সর্তকতা থাকতে হবে। এবং Propar Payment Getaway ছাড়া কোথায় ভুলে কার্ড দিয়ে ট্রানজেকশন করবেন না। এছাড়া আপনি নিজে ছাড়া অন্য কাউকে দিয়ে অনলাইনে ট্রানজেকশন করতে দেবেন না। কারণ তাকে যদি আপনি অনলাইন ট্রানজেকশন করার জন্য সকল ইনফরমেশন দিয়ে দেন তাহলে আপনার সাথে যেকোন সময় স্কামিং ঘটতে পারে।

৫. আপনি যদি ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে থাকেন এবং সেখান থেকে ডলারের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে আপনাকে সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। সব সময় স্টেপ বাই স্টেপ আপনি সকল ইনফরমেশন দেখে শুনে এবং বুঝে সেই ট্রানজেকশনটি সম্পন্ন করবেন। এছাড়াও আপনি খেয়াল করবেন যেখানে আপনি ট্রাজেশন করতে যাচ্ছেন সেখানে কি কোনরকম আপনার ইনফরমেশন সেভ করে কিনা। এবং আপনি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট এর পেমেন্ট গেটের ছাড়া পেমেন্ট করতে বিরত থাকুন।

Read More: ঈদে নতুন টাকার নোট ২০২৫ – যে সকল ব্যাংক শাখায় পাওয়া যাবে

এক কথায় বলতে গেলে আপনি আপনার ডুয়েল কারেন্সির কার্ডের কোন প্রকার ইনফরমেশন কাউকে দেবেন না। আপনি অনলাইন হোক অথবা আপনার সামনাসামনি হোক না কেন কারোর কাছেই আপনি কখনো ওটিপি বা অন্য কোন রকমের ইনফরমেশন শেয়ার করবেন না। আশা করি আপনি যদি এই নিয়মটি ফলো করে এবং সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে আপনি কখনোই স্কামিং এর শিকার হবেন না।

Star Shanto
Star Shantohttps://starshanto.com/
Shanto Ghose is the CEO and MD of Star Shanto. I have 7 years of Online Experience.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

10,916FansLike
2,458FollowersFollow
28,198SubscribersSubscribe
- Advertisment -

Recent Post Read