ডাচ বাংলা ব্যাংক একাউন্ট খোলার নিয়ম – DBBL Account Create 2024
বাংলাদেশের ইসলামী ব্যাংক এর পরে বেসরকারি খ্যাতে সবচেয়ে জনপ্রিয় ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক যে কোন কাজে বা বিশ্বের যেকোন দেশ থেকে টাকা আদান-প্রদান করা সহজ মাধ্যম। এছাড়া সবচেয়ে নিরাপদে ব্যাংক একাউন্ট এর টাকা লেনদেন করা যায়।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের ব্যাংক গুলোর মধ্যে একটি জনপ্রিয় ব্যাংক। বাংলাদেশ ও নেদারল্যান্ড যৌথভাবে ১৯৯৬ সালে ডাচ বাংলা ব্যাংকের যাত্রা শুরু করেন। এরপর থেকে ধীরে ধীরে সারা বিশ্বের কাছে ডাচ বাংলা ব্যাংক পরিচিতি লাভ করে। এছাড়া সর্ব বৃহত্তম এটিএম চালু করে ডাচ বাংলা ব্যাংক।
ডাচ বাংলা ব্যাংকটি লেনদেন করার জন্য সবচেয়ে নিরাপদ একটি ব্যাংক। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের সকল কার্যক্রম গ্রাহকরা বাড়িতে বসেই করতে পারবে। অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপস ব্যবহার করে সকল কার্যক্রম সম্পূর্ণ করা যায়।
তাই আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের একটি একাউন্ট খুলতে চান বা এই সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই পোস্টটি সম্পন্ন করবেন। আজকের পোস্টে আমি আপনাদেরকে দেখাবো ডান্স বাংলা ব্যাংকে কি কি একাউন্ট রয়েছে। কোন একাউন্ট খুললে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যাবে? এই ধরনের সকল বিস্তারিত আজকের পোস্টে থাকবে।
ডাচ বাংলা ব্যাংকে ৭টি ক্যাটাগরিতে একাউন্ট খোলা যায় যেমন:
- সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট-স্ট্যান্ডার্ড
- সেভিংস ডিপোজিট প্লাস অ্যাকাউন্ট
- এক্সেল সেভিংস অ্যাকাউন্ট
- ডিবিবিএল স্কুল সেভার অ্যাকাউন্ট
- সুদমুক্ত সেভিংস ডিপোজিট অ্যাকাউন্ট
- কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট
- বিশেষ নোটিশ জমা অ্যাকাউন্ট
ডাচ বাংলা ব্যাংকে সাতটি ধরনের একাউন্ট খোলা যায়। তাই আপনি অবশ্যই একাউন্ট খোলার আগে জেনে নিবেন কোন ধরনের অ্যাকাউন্ট আপনি খুলতে চান। তাই সঠিকভাবে দেখে শুনে বুঝে তারপর একটি অ্যাকাউন্ট খোলার জন্য ফরম পূরণ করবেন।
কোন একাউন্ট খুলতে মিনিমাম কত টাকা লাগে
Accounts | Account Type | Minimum Balance |
---|---|---|
Savings Deposit Account-Standard | Saving | 500 Tk |
Savings Deposit Plus Account | Saving | 5000 Tk |
Excel Savings Account | Saving | 500 Tk |
DBBL School Savers Account | Student Account | 100 Tk |
Interest Free Savings Deposit Account | Saving | 5000 Tk |
Current Deposit Account | Current A/C | 1000 Tk |
Special Notice Deposit Account | Fixed Deposit | 2000 Tk |
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলার নিয়ম
স্টুডেন্ট একাউন্ট কি
স্টুডেন্ট একাউন্ট হলো ছাত্র-ছাত্রীদের জন্য। যারা লেখাপড়া করতেছেন তাদের জন্য মূলত আলাদা করে স্টুডেন্ট একাউন্ট ক্যাটাগরি তৈরি করা হয়েছে। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টুডেন্ট একাউন্ট খুলবেন। শুধুমাত্র স্টুডেন্ট একাউন্ট ছাত্র-ছাত্রীরা খুলতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খোলা
আপনি যদি একজন ছাত্র-ছাত্রী হয়ে থাকেন তাহলে আপনি স্টুডেন্ট একাউন্ট খুলতে পারবেন। স্টুডেন্ট একাউন্ট ডাচ বাংলা ব্যাংকে খোলার জন্য আপনার কাছের ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করবেন। সেই ব্রাঞ্চ থেকে আপনাকে একটি ফরম দিবে। সেই ফরমটি পূরণ করে তাদের কাছে দিলে তারা কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি খুলে দেবে। একাউন্ট খোলার সাথে সাথে আপনাকে একটি ইনস্ট্যান্ট এটিএম কার্ড প্রদান করবে। অবশ্যই এটিএম কার্ডটি সংগ্রহ করে রাখবেন। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের চেক বই কিছুদিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। চেকবই সাথে সাথে দেয় না এটি আপনাকে অর্ডার করে নিতে হয়।
ডাচ বাংলা ব্যাংক স্টুডেন্ট একাউন্ট খুলতে কি কি লাগে
- 1. আপনার জাতীয় পরিচয় পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন এর ১টি ফটোকপি।
- 2. শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট আইডি কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের লিখিত আইডেন্টি।
- 3. আপনার পাসপোর্ট সাইজের রঙিন ২ কপি ছবি ( সদ্য তোলা)
- 4. নমিনির ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধন এর ফটোকপি ( নমিনি বলতে আপনার বাবা-মা বা আশেপাশের নিজস্ব সজন)
- 5. আপনার মা বাবার ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
- 6. আপনার সকল একটি মোবাইল নাম্বার।
- 7. একটি সুপারিশকারী একাউন্ট ( যার DBBL ব্যাংকে একাউন্ট আছে এমন একজন অ্যাকাউন্ট হোল্ডার এর সুপারিশ)
- 8. আপনার প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এর সার্টিফিকেট এর ফটোকপি। ( যদি প্রয়োজন হয়)
- 9. যদি বেশি লিমিটেশন পেতে চান তাহলে একটি ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে। ( আপাতত তাদের লিমিটের মধ্য ট্রানজেকশন করলে ট্রেড লাইসেন্স লাগবেনা)
এখানে ৯টি ডকুমেন্ট মধ্যে প্রয়োজন হবে ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য। তবে সকল ডকুমেন্টস প্রয়োজন নাও হতে পারে। যদি আপনি আপনার কাছের ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে যান তাহলে সেখান থেকেই বলে দিবে কি কি ডকুমেন্ট দিতে হবে। উপরে যেগুলো বলা হয়েছে মূলত সেইগুলোই প্রয়োজন হবে তবে সব সময় সকল ডকুমেন্ট প্রয়োজন না হতে পারে।
স্টুডেন্ট একাউন্টের সুবিধা
ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের যে সকল সুবিধা রয়েছে তা হল:
- কোন ফি ছাড়াই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করা।
- কোন কি ছাড়াই ইনস্ট্যান্ট এটিএম কার্ড পাবেন।
- যেকোনো শাখা থেকে টাকা জমা দেওয়া বা উত্তোলন করতে পারবেন।
- ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্ট আপনি সারা জীবন ব্যবহার করতে পারবেন।
- Two-Factor Authentication (2FA) ব্যবহার করতে পারবেন।
- মোবাইল ব্যাংকিং অ্যাপস ( i-banking ) ব্যবহার করতে পারবেন।
- রকেট একাউন্টের সাথে স্টুডেন্ট একাউন্ট লিংক করে ব্যবহার করতে পারবেন
- স্টুডেন্ট একাউন্ট সেভিংস অ্যাকাউন্টে থেকে ইন্টারেস্ট রেট একটু বেশি হয়।
স্টুডেন্ট একাউন্ট এর অসুবিধা
ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট একাউন্টের সুবিধা পাশাপাশি কিছু অসুবিধা রয়েছে যেমন:
- স্টুডেন্ট একাউন্টে কোন ধরনের চেক দেয় না
- লেন-দেন এর লিমিট রয়েছে
- ৫ হাজার টাকার উপরে একাউন্ট ব্যালেন্সে থাকলে ৬ মাস পর পর ১০০ টাকা মেইন্টেনেন্স ফি দিত হবে সাথে ভ্যাট ১৫ টাকা কাটবে।
- ১ বছরে আপনার একাউন্ট ব্যালেন্সে ১ লক্ষ টাকার বেশি হলে ১৫০ টাকা ফি দিতে হবে।
তো বন্ধুরা ডাচ বাংলা ব্যাংক এ অসুবিধার চেয়ে সুবিধা অনেক বেশি। তাই আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং স্বল্প পরিমাণে লেনদেন করতে চান তাহলে এই স্টুডেন্ট একাউন্টটি খুলতে পারেন। এখানে আমি আপনাদেরকে কিছু সুবিধা অসুবিধা কথা বলেছি আরো যদি জানতে চান তাহলে DBBL হেল্পলাইনে যোগাযোগ করবেন।
আরো পড়ুনঃ
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার নিয়ম
ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট যে কেউ খুলতে পারবে।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন হবে এনআইডি কার্ড এর ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। এছাড়া আরো কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে। যেগুলো ফরম পূরণ করার সাথে দিতে হবে।
আপনি যদি একটি ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট খুলতে চান তাহলে আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা বা ব্রাঞ্চ গিয়ে একটি ফরম কালেক্ট করতে হবে। এবং সেই ফরম পূরণ করে সেই শাখা বা ব্রাঞ্চে জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় অবশ্যই আপনাকে ক্যাশ কাউন্টারে কিছু টাকা জমা করতে হবে। সেখানে মিনিমাম একটা এমাউন্ট দেওয়া রয়েছে যেটি আপনি জমা দিয়ে ফরম জমা করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট খুলতে কি কি লাগে
ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট খোলার জন্য যে ফরম পূরণ করতে হয় তার সাথে কিছু ডকুমেন্ট জমা দিতে হয়। যেমন:
- 1. জাতীয় পরিচয় পত্রের কপি বা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
- 2. বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
- 3. পাসপোর্ট সাইজের সদ্যতোলা ৪ কপি রঙিন ছবি।
- 4. নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
- 5. নুন্যতম জমার পরিমাণ ৫০০ টাকা।
- 6. ইউটিলিটি বিলের ফটোকপি ( প্রয়োজন হতে পারে)
- 7. একটি সুপারিশকারী একাউন্ট (DBBL ব্যাংকে একাউন্ট আছে এমন একজন অ্যাকাউন্ট হোল্ডার এর সুপারিশ)
- 8. ব্যবসায়ীদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে।
উপরে যে সকল ডকুমেন্টস এর কথা বলা হয়েছে এগুলো দিয়ে আপনি খুব সহজেই একটি সেভিংস একাউন্ট খুলতে পারবেন ডাচ বাংলা ব্যাংকে।
ডাচ বাংলা ব্যাংক সেভিংস একাউন্ট এর সুবিধা
ডাচ বাংলা ব্যাংকের সেভিংস একাউন্ট এর সুবিধাগুলো হলো:
- খুব সহজেই সেভিংস একাউন্টে চেক ইস্যু।
- ব্যাংক থেকে সেভিংস একাউন্টের ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড গ্রহণ করতে পারবেন।
- ব্যাংকের অন্য যেকোনো ব্রাঞ্চে বা শাখায় টাকা ট্রান্সফার করতে পারবেন।
- মোবাইল ব্যাংকিং (i-banking) এবং এসএমএস ব্যাংকিং সুবিধা।
- ডিজিটাল ব্যাংকিং সেবা।
- ডাচ বাংলা ব্যাংক থেকে ঋণ গ্রহণ।
- DPS খুলতে পারবেন।
- সেভিংস একাউন্ট থেকে লিমিট ও আনলিমিট লেনদেন করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের ব্যালেন্স দেখার নিয়ম
একটি ব্যাংকে একাউন্ট খোলার পরে সব থেকে গুরুত্বপূর্ণ হল একাউন্টের ব্যালেন্স চেক করা। ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট খোলার পরে আপনি বিভিন্ন পদ্ধতিতে আপনার একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন যেমন:
1. মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স চেক
2. ডাচ বাংলা ব্যাংকের অ্যাপস ব্যবহার করে ব্যালেন্স চেক
3. নিকটস্থ ATM বুথের মাধ্যমে ATM কার্ড দিয়ে ব্যালেন্স চেক
4. সরাসরি ব্যাংকে গিয়ে ব্যালেন্স চেক
5. নেক্সাস-পে অ্যাপ অ্যাপসের মাধ্যমে ব্যালেন্স চেক
6. মোবাইলে কোড ডায়ালের মাধ্যমে ব্যালেন্স চেক
আপনি এই ছয়টি মাধ্যমে আপনার একাউন্ট এর ব্যালেন্স চেক করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট মোবাইলে চেক করার কোড
ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট মোবাইলে চেক করার কোড হল *322#. এই কোড ডায়াল করে ডাচ বাংলা ব্যাংকের সকল তথ্য এবং ব্যাংকের ব্যালেন্স সম্পর্কে জানতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বার
আমরা বিভিন্ন সময় ব্যাংক একাউন্ট ব্যবহার করার সময় বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়ি। তখন খুব দ্রুত সেই সমস্যা সমাধান করতে হয় তাই আপনি যেকোন প্রয়োজনে ডাচ-বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
ডাচ বাংলা ব্যাংকের হেল্পলাইন নাম্বার হলো 16216.
ডাচ-বাংলা ব্যাংক সম্পর্কিত যেকোনো তথ্যের জন্য উপরের নাম্বারে যোগাযোগ করুন। এই নাম্বারে ফোন করলে প্রতি মিনিট ২:৩০ টাকা চার্জ প্রযোজ্য হবে। এই ব্যাংকের সেবা সম্পর্কে কোন কমপ্লেন জানাতে কল করুন (8802)-9511993 এই নাম্বারে। অথবা সরাসরি ই-মেইল করতে পারেন ccs.cmc@dutchbanglabank.com এই ঠিকানায়।
সর্বশেষে:
এই ধরনের সকল ব্যাংকিং এর সকল টিপস পেতে আমাদের গুগল নিউজ ফলো করে রাখুন।