মানুষ যখন তাদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে ভোট দিতে যায়, তখন প্রত্যাশা থাকে ন্যায্যতা, স্বচ্ছতা আর গণতান্ত্রিক মূল্যবোধের। কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এমন অভিযোগ উঠেছে যা অনেক শিক্ষার্থীর মনে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে।
উমামা ফাতেমার অভিযোগ
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা নির্বাচনে ‘অভিনব পন্থায় কারচুপি হয়েছে’ বলে দাবি করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেছেন—
“কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একই ইতিহাস, একই ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে।”
তিনি আরও অভিযোগ করেন, নিজেদের হীনস্বার্থে ইসলামি ছাত্রশিবির জাতির সঙ্গে বেঈমানি করেছে, যা ইতিহাসে লেখা থাকবে।
আরো পড়ুন: আজকের রাশিফল ১০ সেপ্টেম্বর ২০২৫: মেষ থেকে মীন রাশি পর্যন্ত কী বলছে জ্যোতিষী
ডাকসু বর্জনের ঘোষণা
এর আগে মঙ্গলবার গভীর রাতে ফেসবুকে দেওয়া আরেক পোস্টে উমামা ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ওই পোস্টে তিনি লেখেন—
“বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।”
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
নির্বাচন নিয়ে উমামার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকে তাঁর সঙ্গে একমত হয়ে ক্ষোভ প্রকাশ করছেন, আবার কেউ কেউ বিষয়টি নিয়ে ভিন্নমত জানাচ্ছেন। তবে এ অভিযোগের সত্যতা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।