নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে এবারের ইউএস ওপেন পুরুষ এককের ফাইনাল যেন টেনিসের চেয়ে রাজনীতির আবহেই শুরু হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগমনের কারণে খেলা শুরু হতে দেরি হয় প্রায় আধা ঘণ্টা। নিরাপত্তাজনিত কড়াকড়ি ও সীমিত প্রবেশদ্বার খোলা থাকায় দর্শকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়, অনেকের আসন তখনও ফাঁকা পড়ে ছিল।
ট্রাম্প স্টেডিয়ামে ঢোকার সঙ্গে সঙ্গে দর্শকদের প্রতিক্রিয়া মিশ্র ছিল। কেউ উল্লাস করেছেন, আবার অনেকেই দুয়ো দিয়েছেন। জাতীয় সংগীত চলাকালে বড় পর্দায় ট্রাম্পকে দেখা গেলে সাময়িক করতালিও হয়, তবে দ্রুত তা চাপা পড়ে যায় দুয়ো ধ্বনিতে। এমনকি ম্যাচ চলাকালীনও যখন তাঁকে দেখানো হয়, তখনও গ্যালারিতে দুয়ো ধ্বনির ঝড় ওঠে।
কোর্টে অবশ্য স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ তারুণ্যের ঝলক দেখিয়ে ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ গেমে ইতালিয়ান ইয়ানিক সিনারকে হারিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের শিরোপা জেতেন। গ্যালারি উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানালেও ট্রাম্পের মুখে সেই আনন্দের ছাপ ধরা পড়েনি। বরং তাঁর বিমর্ষ মুখভঙ্গিই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ‘মিম’।
আরো পড়ুন : এশিয়া কাপে সবচেয়ে বেশি ক্যাচ ছেড়েও ফাইনালে ভারত।
২০১৫ সালে সর্বশেষ ইউএস ওপেন সরাসরি গ্যালারিতে বসে দেখেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম আবার গ্র্যান্ড স্লামের ফাইনালে গেলেন তিনি। তবে এবারের অভিজ্ঞতা তাঁকে যেমন বিতর্কে ফেলেছে, তেমনি টেনিসপ্রেমীদের কাছেও রেখে গেছে এক ভিন্ন স্মৃতি।