Saturday, October 11, 2025
Homeট্রাম্পকে ফোনে সম্মান জানালেন নোবেলজয়ী মাচাদো:এই পুরস্কার আপনারই প্রাপ্য।

ট্রাম্পকে ফোনে সম্মান জানালেন নোবেলজয়ী মাচাদো:এই পুরস্কার আপনারই প্রাপ্য।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তাঁকে ফোন করে জানিয়েছেন তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সম্মানে গ্রহণ করেছেন। ট্রাম্পের ভাষায় তিনি বলেছিলেন, এই পুরস্কারের প্রকৃত প্রাপক আপনি।

ট্রাম্পের দাবি: ‘আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি’

গতকাল শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নোবেল কমিটি তাঁকে পুরস্কার না দিলেও তিনি জানেন, তাঁর শান্তি প্রতিষ্ঠার অবদান অস্বীকার করা যায় না।

“আমি কয়েকটি যুদ্ধ বন্ধ করেছি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি-বন্দি বিনিময় চুক্তি করেছি। দায়িত্ব নেওয়ার পর থেকে আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছি বলেন ট্রাম্প।

ট্রাম্পের মতে, এই অর্জনগুলোই তাঁকে শান্তিতে নোবেল পুরস্কারের উপযুক্ত প্রার্থী করে তোলে।

হোয়াইট হাউসের ক্ষোভ

নোবেল কমিটি ট্রাম্পকে পুরস্কার না দেওয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চেউং এক্সে (সাবেক টুইটার) পোস্টে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লেখেন,নোবেল কমিটি আবারও প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি গুরুত্ব দেয়।

আরো পড়ুন:শান্তিতে নোবেল পেলেন ঐক্যের প্রতীক হয়ে ওঠা রাজনৈতিক মারিয়া কোরিনা মাচাদো

আরও বলেন

প্রেসিডেন্ট ট্রাম্পের একটি মানবিক হৃদয় আছে। তিনি শান্তিচুক্তি স্থাপন করেছেন, যুদ্ধ থামিয়েছেন, মানুষের জীবন বাঁচিয়েছেন। এমন নেতা আর একবার পাওয়া কঠিন।

মাচাদোর ফোনে ট্রাম্পের প্রতিক্রিয়া

ট্রাম্প জানান, মাচাদো তাঁকে ফোন করে বলেন,আমি এ পুরস্কার আপনার সম্মানে গ্রহণ করছি। কারণ আপনি প্রকৃত অর্থে এর যোগ্য।ট্রাম্প হেসে বলেন আমি তাঁকে বলিনি, তাহলে আমাকেই দাও। কিন্তু মনে হয়, তিনি দিলে আমিও অবাক হতাম না!ট্রাম্পের মতে ভুল সিদ্ধান্ত’

ট্রাম্প বলেন, নোবেল কমিটির সিদ্ধান্তটি মূলত ২০২৪ সালের প্রেক্ষাপটে, যখন তিনি নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলেন।
তাঁর ভাষায়,

আমি বুঝি তারা রাজনৈতিকভাবে বিবেচনা করেছে। কিন্তু শান্তি প্রতিষ্ঠায় আমার অবদান এত বড় যে, আমাকে উপেক্ষা করা ঠিক হয়নি।

সারসংক্ষেপ

  • মারিয়া কোরিনা মাচাদো ফোনে ট্রাম্পকে সম্মান জানান।
  • ট্রাম্পের দাবি।
  • তিনি গাজাসহ আটটি যুদ্ধ বন্ধ করেছেন।
  • হোয়াইট হাউস নোবেল কমিটিকে রাজনীতিকরণে অভিযুক্ত করেছে।
  • ট্রাম্প বলেছেন মাচাদো চাইলে তাঁকে পুরস্কারটি দিয়ে দিতেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ