প্রযুক্তি ডেস্ক: বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা তাদের জনপ্রিয় সাইবার সিরিজে নতুন মডেল যোগ করার ইঙ্গিত দিয়েছে। কোম্পানির প্রধান ডিজাইনার ফ্রাঞ্জ ভন হোল্জহাউজেন সম্প্রতি জানিয়েছেন, টেসলা ভবিষ্যতে হয়তো একটি সাইবার এসইউভি বা ছোট আকারের সাইবারট্রাক উন্মোচন করতে পারে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ইঙ্গিত দিচ্ছে বিষয়টি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ডিজাইনারের বক্তব্যে নতুন জল্পনা
ব্লুমবার্গের Hot Pursuit পডকাস্টে অংশ নিয়ে ফ্রাঞ্জ ভন হোল্জহাউজেন বলেন, “অপেক্ষা করাই হয়তো এই প্রশ্নের সঠিক উত্তর।” যদিও তিনি সরাসরি কোনো উৎপাদন পরিকল্পনা নিশ্চিত করেননি, তবে তার বক্তব্যে সম্ভাবনার আভাস পাওয়া গেছে।
ভিজ্যুয়াল ইঙ্গিত ও বাজার কৌশল
এই মাসের শুরুর দিকে টেসলা তাদের Sustainable Abundance ভিডিওতে এমন কিছু স্কেল মডেল দেখায়, যা নতুন সাইবার সিরিজের ডিজাইনের মতো দেখতে। এতে নতুন মডেল নিয়ে জল্পনা আরও জোরদার হয়।
এ ছাড়া টেসলা সম্প্রতি উত্তর আমেরিকার বাজার থেকে সবচেয়ে সাশ্রয়ী সাইবারট্রাক মডেলটি সরিয়ে নিয়েছে। যদি নতুন কোনো সাইবার এসইউভি আসে, তবে সেটি পূর্ববর্তী এন্ট্রি-লেভেল পিকআপ ট্রাকের জায়গা নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাতিল হওয়া মডেল ও তার প্রভাব
গত এপ্রিলে উন্মোচিত লং রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভ ট্রিমটির দাম ছিল ৬৯,৯৯০ ডলার। ফেডারেল ট্যাক্স ক্রেডিটের কারণে কার্যত এটি পাওয়া যেত ৬২,৪৯০ ডলারে। মাত্র পাঁচ মাসের মাথায় মডেলটি টেসলার ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। এ মডেলটি এক চার্জে ৩৫০ মাইল পথ চলতে পারত, যা কোম্পানির ডুয়াল মোটর এডব্লিউডি (৩২৫ মাইল) এবং ট্রাই-মোটর সাইবারবিস্ট (৩২০ মাইল)-এর চেয়েও বেশি।
আরো পড়ুন: ফায়ার-বোল্টের স্মার্ট চশমা FireLens Vision AI ভারতে উন্মোচন
যদিও টেসলার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়নি, তবে ডিজাইনারের ইঙ্গিত, প্রচার ভিডিওর ভিজ্যুয়াল এবং বাজারে মডেল পরিবর্তনের সিদ্ধান্ত সবকিছু মিলিয়ে ধারণা করা হচ্ছে শিগগিরই নতুন সাইবার এসইউভি বা ছোট সাইবারট্রাকের দেখা মিলতে পারে।