টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকান আইনপ্রণেতারা বিরল এক মধ্যবর্তী সময়ের পুনর্বিন্যাস (mid-decade redistricting) অনুমোদন করেছেন, যার মাধ্যমে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের হাতে থাকা অন্তত পাঁচটি আসন রিপাবলিকানদের দখলে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি সমর্থনে হওয়া এ উদ্যোগকে ডেমোক্র্যাটরা বলছেন “ডোনাল্ড ট্রাম্পের মানচিত্র”।
বুধবার টেক্সাস হাউসে এই বিল ৮৮-৫২ ভোটে পাস হয়। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ সিনেট অনুমোদন দিলে তা যাবে গভর্নর গ্রেগ অ্যাবটের টেবিলে। তিনি এরই মধ্যে সই করার ঘোষণা দিয়েছেন।

বিরল মধ্যমেয়াদি মানচিত্র পরিবর্তন
যুক্তরাষ্ট্রে সাধারণত প্রতি দশ বছরে আদমশুমারির পর ভোটকেন্দ্র ও কংগ্রেশনাল মানচিত্র পুনর্নির্ধারণ করা হয়। তবে টেক্সাস এবার মাঝপথে এই পদক্ষেপ নিয়েছে, যার পেছনে মূল উদ্দেশ্য রিপাবলিকানদের ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। বর্তমানে ৩৮টি কংগ্রেশনাল আসনের মধ্যে ২৫টিই রিপাবলিকান নিয়ন্ত্রণে।
ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, নতুন মানচিত্রের লক্ষ্যই হচ্ছে দলের ক্ষমতা বাড়ানো। ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, এর মাধ্যমে সংখ্যালঘু—বিশেষ করে কৃষ্ণাঙ্গ, লাতিনো ও এশীয় ভোটারদের ক্ষমতা খর্ব করা হবে। তারা আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ডেমোক্র্যাটদের আপত্তি ও পাল্টা যুক্তি
ভোটের আগে হাউসে একাধিক আপত্তি তোলেন ডেমোক্র্যাট সদস্যরা। প্রতিনিধি জন বুচি বলেন,
“এটি গণতন্ত্র নয়, বরং বাস্তব সময়ে কর্তৃত্ববাদ। এটি ট্রাম্পের মানচিত্র—যেটি জোর করে কংগ্রেসে আরও পাঁচটি রিপাবলিকান আসন তৈরি করছে, কারণ ট্রাম্প নিজেই জানেন ভোটাররা তার এজেন্ডা প্রত্যাখ্যান করছেন।”
আরো পড়ুন:
ভারত-চীন সম্পর্কের নতুন দিশা: বাণিজ্য ও কূটনীতি নিয়ে অগ্রগতি
রিপাবলিকানরা অবশ্য দাবি করেছেন, নতুন মানচিত্র রাজনৈতিক কার্যকারিতা বাড়াবে এবং সংখ্যাগরিষ্ঠ হিস্পানিক অধ্যুষিত আসনও বৃদ্ধি পাবে।

জাতীয় রাজনীতিতে প্রভাব
ডেমোক্র্যাটদের দুই সপ্তাহের বয়কট শেষ করে সোমবার হাউসে ফিরে আসার পর ভোট সম্ভব হয়। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ায় ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউজম রিপাবলিকান আসন পাল্টাতে নিজস্ব পুনর্বিন্যাস পরিকল্পনা এগিয়ে নিচ্ছেন।

যুক্তরাষ্ট্রে আগামী ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে এ ধরনের পদক্ষেপ রিপাবলিকান-ডেমোক্র্যাট দ্বন্দ্ব আরও তীব্র করার ইঙ্গিত দিচ্ছে। শুধু টেক্সাস বা ক্যালিফোর্নিয়া নয়, ওহাইও, ফ্লোরিডা, ইন্ডিয়ানা, মিসৌরি, মেরিল্যান্ড ও ইলিনয়সহ বিভিন্ন অঙ্গরাজ্যে দলীয় স্বার্থে মানচিত্র পুনর্নির্ধারণের আলোচনা চলছে।
গেরিম্যান্ডারিং বিতর্ক
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দলীয় স্বার্থে ভোটকেন্দ্র সীমা পরিবর্তনের (gerrymandering) বৈধতা দিলেও জাতিগত বা জাতিগত বৈষম্যমূলক পুনর্বিন্যাসকে বেআইনি ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে টেক্সাসের নতুন মানচিত্র নিয়ে আইনি লড়াই অনিবার্য হয়ে উঠেছে।
জাতীয় পর্যায়ে বর্তমানে রিপাবলিকানরা মাত্র তিন আসনের ব্যবধানে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে রয়েছে। ইতিহাস বলছে, ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল প্রথম মধ্যবর্তী নির্বাচনে আসন হারায়—এ কারণেই রিপাবলিকানদের এই পদক্ষেপকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত কৌশলগত মনে করছেন।
সূত্র: রয়টার্স