গতকাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, এবং কোটালীপাড়া উপজেলার মিলে যে তিন আসন রয়েছে সেই সংসদীয় তিন আসনে বিএনপি এর পক্ষ থেকে এস এম জেলানী কে নমিনেশন দিয়েছেন। একজনই বিএনপির পক্ষ থেকে নমিনেশন চেয়েছিলেন টুঙ্গিপাড়া থেকে, তাকেই দিয়েছেন তার বিপরীত অন্য কোনো বিএনপির নেতাকর্মীরা ছিল না। একারণে সহজভাবেই তিনি নমীনেশন পেয়েছেন।
আরো পড়ুন: এখনও বিএনপির মনোনয়ন পাননি রুমিন ফারহানা তার প্রতিক্রিয়া কী
গতকাল যে তালিকা ঘোষনা করেছেন তার মধ্য থেকে অনেক জায়গায়, যাকে নমিনেশন দেয়া হয়েছে তার প্রতি সন্তুষ্ট নয়। এস এম জেলানীর বিপরীতে আরও যে প্রার্থীরা ছিলেন না। দেখা গেছে দেশের অনেক জায়গায় এই মনিনেশন নিয়ে অনেক উদ্ভেগজন ঘটনা ঘটেছে। যাকে মনোনয়ন দিয়েছে তার বিপরীত প্রার্থীর সমর্থকরা টায়ার জ্বালিয়ে বা বিভিন্নভাবে তাদের মনের রাগ প্রকাশ করছেন। কিন্তু টুঙ্গিপাড়ায় এমন কোনো ঘটনা ঘটেনি।

