Saturday, August 30, 2025
Homeটিভিতে আজকের খেলা ৩০ আগস্ট ২০২৫ : ক্রিকেট, ফুটবল আর টেনিসে জমজমাট...

টিভিতে আজকের খেলা ৩০ আগস্ট ২০২৫ : ক্রিকেট, ফুটবল আর টেনিসে জমজমাট দিন

ব্যস্ত জীবনের ফাঁকে খেলাধুলা অনেকের জন্যই আনন্দ আর উচ্ছ্বাসের উৎস। পরিবার-পরিজনের সঙ্গে বসে প্রিয় ম্যাচ দেখা হোক বা একা এক কাপ চায়ের আড্ডায় টিভির পর্দায় চোখ রাখা—খেলাধুলা আমাদের দিনটাকে অন্যরকম করে তোলে। আজকের দিনটি তেমনই, কারণ একসঙ্গে মিলছে ক্রিকেট, ফুটবল, হকি আর টেনিসের দারুণ সব আসর। চলুন দেখে নিই আজ টিভির পর্দায় কী কী থাকছে।

এশিয়া কাপ হকি

  • বাংলাদেশ বনাম চায়নিজ তাইপে
    দুপুর ১:৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বাংলাদেশ হকির এই ম্যাচে দেশীয় দর্শকদের প্রত্যাশা থাকবে জয় দিয়ে শুরু করার।

আন্তর্জাতিক ক্রিকেট

  • বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস, ১ম টি–টোয়েন্টি
    সন্ধ্যা ৬টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস

এশিয়া কাপে চোখ রাখার পাশাপাশি আজ থাকবে টি–টোয়েন্টির উত্তেজনা। টাইগারদের এই ম্যাচে ভক্তদের আগ্রহ সর্বাধিক।

ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)

  • চেলসি বনাম ফুলহাম – বিকেল ৫:৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
  • ম্যানচেস্টার ইউনাইটেড বনাম বার্নলি – রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
  • টটেনহাম বনাম বোর্নমাউথ – রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২
  • লিডস বনাম নিউক্যাসল – রাত ১০:৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ফুটবলপ্রেমীদের জন্য আজকের দিনটি একেবারে উৎসব। একের পর এক বড় ক্লাবের ম্যাচ, ফলে সারা সন্ধ্যা জমে উঠবে পর্দায়।

জার্মান বুন্দেসলিগা

  • ব্রেমেন বনাম লেভারকুসেন – সন্ধ্যা ৭:৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২
  • অগসবুর্গ বনাম বায়ার্ন মিউনিখ – রাত ১০:৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২

বুন্দেসলিগার শক্তিশালী দল বায়ার্নের ম্যাচও থাকছে রাতের তালিকায়।

ত্রিদেশীয় টি–টোয়েন্টি

  • আরব আমিরাত বনাম পাকিস্তান
    রাত ৯টা, ইউরোস্পোর্ট ও টেন ক্রিকেট

এশিয়ার আরেকটি প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাওয়া যাবে এই ম্যাচে।

ইউএস ওপেন টেনিস

  • ৩য় রাউন্ডের ম্যাচগুলো
    রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২

টেনিসপ্রেমীরা চোখ রাখবেন ইউএস ওপেনের কোর্টে। তারকাদের একের পর এক লড়াই জমিয়ে তুলবে সন্ধ্যা।

লা লিগা (স্প্যানিশ ফুটবল)

  • রিয়াল মাদ্রিদ বনাম মায়োর্কা
    রাত ১:৩০ মিনিট, বিগিন অ্যাপ ও ওয়েবসাইট

দিনের শেষ আকর্ষণ রিয়াল মাদ্রিদের ম্যাচ। লা লিগার এই খেলাটি রাতজাগা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আনন্দ।

আরো পড়ুন: হঠাৎ আইপিএল থেকে অবসরের ঘোষণা দিলেন রবিচন্দ্রন অশ্বিন

শেষকথা

আজকের টিভি সূচি দেখে বলা যায়, ক্রীড়াপ্রেমীদের জন্য অপেক্ষা করছে একেবারে রোমাঞ্চকর দিন। ক্রিকেট, ফুটবল, হকি আর টেনিসের ভরপুর আয়োজন নিশ্চয়ই আপনার দিনটিকে করবে আরও প্রাণবন্ত।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ