Tuesday, August 26, 2025
Homeটিভিতে আজকের খেলা (২৪ আগস্ট): ক্রিকেট, ফুটবল ও টেনিসে জমজমাট দিন

টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট): ক্রিকেট, ফুটবল ও টেনিসে জমজমাট দিন

বিশ্ব ক্রীড়াঙ্গণে আজ রোববার (২৪ আগস্ট) রয়েছে নানা রোমাঞ্চকর লড়াই। সকালে সিপিএলে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। দুপুরে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ওয়ানডে ঘিরে রয়েছে ভক্তদের আগ্রহ। ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের ম্যাচও নজর কাড়বে দর্শকদের। এছাড়া শুরু হচ্ছে ইউএস ওপেন টেনিসের মূল পর্ব।

ক্রিকেট

  • টপ এন্ড টি-টোয়েন্টি
    • সেমিফাইনাল: সকাল ৬টা ৩০ মিনিট, টি স্পোর্টস
    • ফাইনাল: দুপুর ১২টা ৩০ মিনিট, টি স্পোর্টস
  • তৃতীয় ওয়ানডে
    • অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা
    • সকাল ১০টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস ১
  • দ্য হানড্রেড (পুরুষ বিভাগ)
    • ওয়েলশ ফায়ার বনাম ট্রেন্ট রকেটস: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট, সনি স্পোর্টস ১
    • ম্যানচেস্টার বনাম বার্মিংহ্যাম: রাত ১১টা, সনি স্পোর্টস ১
  • সিপিএল
    • অ্যান্টিগা বনাম সেন্ট কিটস
    • রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ফুটবল

  • ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)
    • ক্রিস্টাল প্যালেস বনাম নটিংহ্যাম ফরেস্ট: সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
    • ফুলহ্যাম বনাম ম্যানচেস্টার ইউনাইটেড: রাত ৯টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
  • লা লিগা
    • রিয়াল ওভিয়েদো বনাম রিয়াল মাদ্রিদ: রাত ১টা ৩০ মিনিট, বিগিন অ্যাপ/ওয়েবসাইট
  • সিরি আ
    • কোমো বনাম লাৎসিও: রাত ১০টা ৩০ মিনিট, ডিএজেডএন
    • আতালান্তা বনাম পিসা: রাত ১২টা ৪৫ মিনিট, ডিএজেডএন
    • জুভেন্টাস বনাম পার্মা: রাত ১২টা ৪৫ মিনিট, ডিএজেডএন

টেনিস

  • ইউএস ওপেন
    • প্রথম রাউন্ড শুরু
    • রাত ৯টা, স্টার স্পোর্টস ২

আরো পড়ুন:

সৌদি সুপার কাপ ফাইনালে রোনালদোর স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে শিরোপা জিতল আল আহলি

আজকের সূচিতে রয়েছে ক্রিকেট, ফুটবল ও টেনিসের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ। বিশেষ করে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ওয়ানডে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগ ম্যাচ ও রিয়াল মাদ্রিদের লা লিগা লড়াই চোখ রাখার মতো।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ