Tuesday, November 18, 2025
Homeটিভিতে আজকের খেলা (১৮ আগস্ট ২০২৫): ক্রিকেট, ফুটবল ও টেনিসের জমজমাট লড়াই

টিভিতে আজকের খেলা (১৮ আগস্ট ২০২৫): ক্রিকেট, ফুটবল ও টেনিসের জমজমাট লড়াই

আজ সোমবার (১৮ আগস্ট) বিশ্ব ক্রীড়াঙ্গণে একাধিক রোমাঞ্চকর লড়াই উপহার দেবে ক্রিকেট, ফুটবল ও টেনিসপ্রেমীদের। সকালে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে দিনের সূচনা হলেও রাতে থাকছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও লা লিগার ম্যাচ। এছাড়া সিনসিনাটি ওপেনে মাঠে নামবে মেয়েদের সেমিফাইনালিস্টরা।

টিভিতে আজকের খেলা ১৮ আগস্ট ২০২৫ ক্রিকেট ফুটবল ও টেনিসের জমজমাট লড়াই 2

ক্রিকেট

  • টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট
    • মেলবোর্ন স্টারস বনাম নেপাল – সকাল ৭:৩০, টি স্পোর্টস
    • ক্যাপিটাল বনাম নর্দার্ন – সকাল ১০:৩০, টি স্পোর্টস
    • শাহিনস বনাম রেনেগেডস – বেলা ২:৩০, টি স্পোর্টস
  • দ্য হানড্রেড (নারী)
    • সাউদার্ন ব্রেভ বনাম ওভাল ইনভিন্সিবলস – রাত ৮টা, সনি টেন ২
  • দ্য হানড্রেড (পুরুষ)
    • সাউদার্ন ব্রেভ বনাম ওভাল ইনভিন্সিবলস – রাত ১১:৩০, সনি টেন ২
টিভিতে আজকের খেলা ১৮ আগস্ট ২০২৫ ক্রিকেট ফুটবল ও টেনিসের জমজমাট লড়াই 1

ফুটবল

  • ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)
    • লিডস ইউনাইটেড বনাম এভারটন – রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি
  • লা লিগা
    • এলচে বনাম রিয়াল বেতিস – রাত ১টা, বিগিন অ্যাপ/ওয়েবসাইট
টিভিতে আজকের খেলা ১৮ আগস্ট ২০২৫ ক্রিকেট ফুটবল ও টেনিসের জমজমাট লড়াই 3

টেনিস

  • সিনসিনাটি ওপেন (মেয়েদের সেমিফাইনাল)
    • রাত ১টা, সনি স্পোর্টস ২

আরো পড়ুন:

সিপিএল ২০২৫: সাকিবের অ্যান্টিগা ফ্যালকনস প্রথম জয়, ডি ককের নতুন রেকর্ড

সারাদিনজুড়ে ভক্তদের জন্য টিভি পর্দায় একাধিক আকর্ষণীয় ম্যাচ থাকছে। সকাল থেকে শুরু হয়ে রাত গভীর পর্যন্ত ক্রিকেট, ফুটবল আর টেনিস মিলিয়ে আজকের খেলার সূচি ক্রীড়াপ্রেমীদের জন্য নিশ্চিতভাবেই আনন্দদায়ক হয়ে উঠবে।

উৎস

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

সর্ম্পকিত পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ