ভিডিওভিত্তিক জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ১৩ সেপ্টেম্বর থেকে নতুন কমিউনিটি গাইডলাইন কার্যকর করতে যাচ্ছে। ভ্রান্ত তথ্য রোধ, অনলাইন হয়রানি প্রতিরোধ এবং নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে প্ল্যাটফর্মটি বেশ কিছু বড় পরিবর্তন আনছে। এতে ভিডিও নির্মাতাদের আরও সতর্কভাবে কনটেন্ট তৈরি করতে হবে।
টিকটকের গ্লোবাল হেড অব ট্রাস্ট অ্যান্ড সেফটি সন্দীপ গ্রোভার জানিয়েছেন, নতুন নীতিমালার লক্ষ্য হলো ব্যবহারকারীদের জন্য নিয়মগুলোকে আরও সহজ, পরিষ্কার ও ব্যবহারবান্ধব করা।

নতুন নিয়মে যা থাকছে
- জরুরি পরিস্থিতি বা নাগরিক ঘটনা: যাচাইয়ের আগে আর ‘ফর ইউ ফিড’-এ দেখা যাবে না।
- লাইভ সম্প্রচার: লাইভ চলাকালীন সব দায়ভার নির্মাতার ওপর থাকবে। ভয়েস-টু-টেক্সটের মতো টুল ব্যবহার করলেও ক্ষতিকর মন্তব্যের দায় এড়ানো যাবে না।
- কনটেন্ট মডারেশন: নিরাপত্তা, মানসিক স্বাস্থ্য, সংবেদনশীল বিষয়, সততা ও গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
- দুশ্চিন্তা বা ভয় ছড়ানো ভিডিও: এগুলো ব্যবহারকারীর রিকমেন্ডেশন ফিডে আর দেখানো হবে না।
- মন্তব্য নীতি: অশ্লীল বা আক্রমণাত্মক মন্তব্য সার্চে স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে সরিয়ে দেওয়া হবে।
সন্দীপ গ্রোভার আরও জানিয়েছেন, এই নতুন নীতিমালা তৈরির সময় নির্মাতা, বিশেষজ্ঞ ও আঞ্চলিক পরামর্শকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নতুন নিয়ম বাস্তবায়নে মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-কে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
আরো পড়ুন: FTC-এর মিডিয়া ম্যাটার্স তদন্ত স্থগিত, বিচারকের মন্তব্য “সব আমেরিকানদের সতর্ক হওয়া উচিত”
ভাইরাল হওয়ার আশায় নয়, বরং নিয়ম মেনে নিরাপদ কনটেন্ট তৈরিই এখন টিকটক নির্মাতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে।