যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিয়ে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আরও বিস্তারিত জানালো হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, চুক্তির মূল কাঠামোতে সমঝোতা হয়েছে, তবে এখনো এটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়নি।
ব্লুমবার্গের খবরে বলা হয়, নতুন কাঠামোয় টিকটকের বোর্ডে সাত সদস্যের মধ্যে ছয়জন থাকবেন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং অ্যাপটির অ্যালগরিদমের নিয়ন্ত্রণও থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। লেভিট বলেন, “সব ধরনের বিস্তারিত ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। এখন কেবল স্বাক্ষরের বিষয়টি বাকি। আমি আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই এটি সম্পন্ন হবে।”
নতুন বিনিয়োগকারীদের নাম প্রকাশ
ব্লুমবার্গের আরেক প্রতিবেদনে জানানো হয়, নতুন বিনিয়োগকারীদের মধ্যে থাকছে অরাকল, আন্দ্রিসেন হরোভিটজ এবং প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠান সিলভার লেক ম্যানেজমেন্ট। নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্বে থাকবে অরাকল। চুক্তি অনুযায়ী, বর্তমান মালিক বাইটড্যান্সের অংশীদারিত্ব নতুন কোম্পানিতে ২০ শতাংশেরও কম হবে।
ট্রাম্পের অবস্থান
টিকটক বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ করার জন্য যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত বিলের সময়সীমা একাধিকবার বাড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানান, এই চুক্তির বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মতি দিয়েছেন।
আরো পড়ুন: তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশের জয়, ছুঁলেন হাজার রানের মাইলফলক।
যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম ও এর মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল। জাতীয় নিরাপত্তা এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার বিষয়টি নিয়ে কংগ্রেস ও হোয়াইট হাউসের উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।