Saturday, October 18, 2025
Homeটাটা মোটরস গ্রাহকদের দিচ্ছে পুরো জিএসটি সুবিধা, দাম কমছে সর্বোচ্চ ১.৫৫ লাখ...

টাটা মোটরস গ্রাহকদের দিচ্ছে পুরো জিএসটি সুবিধা, দাম কমছে সর্বোচ্চ ১.৫৫ লাখ টাকা

টাটা মোটরস ঘোষণা করেছে যে, ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে তারা গাড়ির নতুন জিএসটি করছাড়ের পুরো সুবিধা গ্রাহকদের দেবে। জিএসটি কাউন্সিলের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী ছোট গাড়ি, থ্রি-হুইলার, মোটরসাইকেল এবং বড় যাত্রীবাহী গাড়ি—সব ক্ষেত্রেই করহার কমানো হয়েছে। এর ফলে টাটা মোটরসের জনপ্রিয় মডেলগুলো এখন আরও কম দামে কেনা যাবে।

ছোট গাড়িতে বড় ছাড়

নতুন জিএসটি কাঠামো অনুযায়ী ছোট গাড়ি, থ্রি-হুইলার ও কমিউটার মোটরসাইকেলের কর ২৮ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৮ শতাংশে। অন্যদিকে, বড় গাড়ি ও এসইউভিগুলোর জন্য নির্ধারণ করা হয়েছে সমন্বিত ৪০ শতাংশ করহার।

আরো পড়ুন: স্বাস্থ্য মন্ত্রণালয়ে ২৬১ পদে নিয়োগ, আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত

এই পরিবর্তন সরাসরি টাটা মোটরসের ডিলারশিপগুলোতে প্রতিফলিত হবে। এর ফলে জনপ্রিয় মডেল টাটা টিয়াগো সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হবে, টাটা টিগর কমবে ৮০ হাজার টাকা, আর আল্ট্রোজ পাবে ১ লাখ ১০ হাজার টাকার দামছাড়।

এসইউভি মডেলে সর্বোচ্চ সুবিধা

এসইউভি সেগমেন্টে বড় মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে টাটা মোটরস। পাঞ্চ মডেলের দাম কমবে ৮৫ হাজার টাকা, আর জনপ্রিয় নেক্সন সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার টাকা পর্যন্ত সস্তা হবে—যা সব পাওয়ারট্রেইনের ক্ষেত্রেই প্রযোজ্য।

নতুন প্রজন্মের কুপ-এসইউভি কার্ভ মডেলে দাম কমবে ৬৫ হাজার টাকা। আর ফ্ল্যাগশিপ মডেল হ্যারিয়ার ও সাফারি যথাক্রমে ১ লাখ ৪০ হাজার ও ১ লাখ ৪৫ হাজার টাকা কম দামে পাওয়া যাবে।

কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর শৈলেশ চন্দ্র এক বিবৃতিতে বলেন,
“যাত্রীবাহী গাড়ির জিএসটি কমানো একটি সময়োপযোগী ও ইতিবাচক পদক্ষেপ। এর ফলে ভারতে লাখো মানুষ আরও সহজে ব্যক্তিগত পরিবহন সুবিধা নিতে পারবে। আমরা আমাদের গ্রাহক-প্রথম দর্শন অনুযায়ী সম্পূর্ণ করছাড়ের সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দেব।”

টাটা মোটরস প্রথম অটোমোবাইল নির্মাতা হিসেবে জিএসটি করছাড় পুরোপুরি গ্রাহকদের কাছে পৌঁছে দিল। আগামী সপ্তাহগুলোতে অন্যান্য প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডও একই ধরনের ঘোষণা দিতে পারে বলে আশা করা হচ্ছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ