Friday, October 3, 2025
Homeটরন্টোর বিপক্ষে গোলের সুযোগ মিস করার পর হতাশ মেসি

টরন্টোর বিপক্ষে গোলের সুযোগ মিস করার পর হতাশ মেসি

টানা তিন ম্যাচে গোল করার পর অবশেষে থেমে গেলেন লিওনেল মেসি। আর মেসির গোল না পাওয়ার রাতেই জয়হীন থাকল ইন্টার মায়ামিও। যুক্তরাষ্ট্রের সময় শনিবার রাতে এমএলএসে টরন্টো এফসির বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে মায়ামি। গোল না পেলেও ২৩ ম্যাচে ২৪ গোল নিয়ে এখনো লিগের সর্বোচ্চ গোলদাতা আর্জেন্টাইন মহাতারকাই।

মেসিকে আটকে দিলেন টরন্টোর গোলকিপার

টরন্টোর বিপক্ষে শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন মেসি। একের পর এক আক্রমণ সাজালেও গোলের দেখা পাননি তিনি। পুরো ম্যাচে মেসির অন্তত চারটি নিশ্চিত প্রচেষ্টা ঠেকিয়ে দেন টরন্টোর গোলকিপার শন জনসন। ম্যাচে মোট ৫টি দুর্দান্ত সেভ করে মূলত মায়ামিকে জয়বঞ্চিত করেছেন জনসন।

আলেন্দে–মিহাইলোভিচে গোল ভাগাভাগি

প্রথমার্ধের যোগ করা সময়ে জর্দি আলবার ক্রসে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন তাদেও আলেন্দে। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় টরন্টো। ৬০ মিনিটে দোরদে মিহাইলোভিচ দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফেরান দলকে। শেষ মুহূর্তে একের পর আক্রমণ চালিয়েও জয়সূচক গোল আদায় করতে পারেনি মায়ামি।

আরো পড়ুন : এশিয়া কাপ ফাইনালের আগে আলোচনার কেন্দ্রবিন্দু শাহিন আফ্রিদি ও হারিস রউফ

টেবিলে চারে আছে মায়ামি

এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ১৬ জয়, ৮ ড্র ও ৬ হারে ৫৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের চতুর্থ স্থানে আছে ইন্টার মায়ামি। তাদের ওপরে থাকা তিন দলই বেশি ম্যাচ খেলেছে। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট (৩২ ম্যাচে)। অন্যদিকে টরন্টো ৩১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।

ম্যাচ শেষে কোচ মাচেরানোর প্রতিক্রিয়া

ড্রয়ের পর ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন,আমরা জেতার মতো খেলেছি। সবচেয়ে ভালো সুযোগগুলো আমাদেরই ছিল। দ্বিতীয়ার্ধে কিছুটা এলোমেলো হলেও পুরো ম্যাচে নিয়ন্ত্রণ ছিল আমাদের হাতে। তবে আজকের আসল নায়ক ছিল তাদের গোলকিপার।” সামনে আরও চারটি ম্যাচ বাকি থাকায় টেবিলে ওপরে ওঠার লড়াইয়ে জয়ের ধারায় ফেরার আশা প্রকাশ করেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ