Tuesday, October 7, 2025
Homeএমির রেড কার্পেটে ইউনিক পোশাকে চমক দেখালেন জেনা অর্টেগা

এমির রেড কার্পেটে ইউনিক পোশাকে চমক দেখালেন জেনা অর্টেগা

লস এঞ্জেলেসে অনুষ্ঠিত ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে নজর কাড়লেন জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘ওয়েন্সডে’-এর তারকা জেনা অর্টেগা। এ বছর কোনো বিভাগে মনোনীত না হলেও, পুরস্কার প্রদান করতে এসে অনন্য সাজে সকলকে মুগ্ধ করেছেন তিনি।

রত্নখচিত পোশাকে জেনার ঝলক

এমির রেড কার্পেটে ইউনিক পোশাকে চমক দেখালেন জেনা অর্টেগা 2
জেনা অর্টেগা। ছবি: ‘এক্স’

জেনা অর্টেগা রেড কার্পেটে হাজির হন গিভেঞ্চি ফল/উইন্টার ২০২৫ কালেকশনের সারাহ বার্টন ডিজাইন করা একটি বিশেষ টপ পরে। টপটি ছিল সম্পূর্ণ রত্ন ও ক্রিস্টাল খচিত, যেখানে মুকুট, হীরক ও রঙিন ক্রিস্টালের নিখুঁত নকশা চোখে পড়ে। রঙের মধ্যে বারগান্ডি, সেজ ও অ্যাম্বার টোন ব্যবহার করা হয়েছে।

এই রত্নখচিত টপের সঙ্গে তিনি পরেছিলেন কালো রঙের একটি লম্বা স্কার্ট, যার পাশে ছিল উঁচু স্লিট। প্ল্যাটফর্ম হিলস জুতায় সম্পূর্ণ হয় তার বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট।

জেনার চুল বাঁধা ছিল পনিটেলিতে। চোখে ধোঁয়াটে ধূসর আইশ্যাডো, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে হীরার দুল এবং হাতে স্টেটমেন্ট রিং—সব মিলিয়ে তার সাজ ছিল রাজকীয় ও অনন্য।

স্টাইলিস্ট এনরিক মেলেন্ডেজের তত্ত্বাবধানে জেনা সম্প্রতি ‘ওয়েন্সডে’ সিরিজের প্রচারে ধারাবাহিকভাবে ভিন্ন ভিন্ন লুকে হাজির হয়েছেন, যেখানে ভৌতিকতা, সৌন্দর্য ও সাহসী স্টাইলের মিশ্রণ দেখা গেছে।

এমির রেড কার্পেটে ইউনিক পোশাকে চমক দেখালেন জেনা অর্টেগা 3
জেনা অর্টেগা। ছবি: ‘এক্স’

যদিও এ বছর তিনি কোনো পুরস্কারের জন্য মনোনীত ছিলেন না, তবে এমি অ্যাওয়ার্ডসে তার ঝলমলে উপস্থিতি ভক্ত ও দর্শকদের মুগ্ধ করেছে। বিশেষ এই পোশাকের কারণে তিনি রেড কার্পেট ফ্যাশনের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

জেনা অর্টেগা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয়

২০০২ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেওয়া মার্কিন অভিনেত্রীর পুরো নাম জেনা মারি অর্টেগা‘ওয়েন্সডে’-এর পাশাপাশি তিনি পরিচিত ‘জেইন দ্য ভার্জিন’, ডিজনি চ্যানেলের ‘স্টাক ইন দ্য মিডল’ এবং অ্যানিমেটেড সিরিজ ‘এলেনা অব এভালর’-এ ‘প্রিন্সেস ইসাবেল’-এর কণ্ঠ দেওয়ার জন্যও। তার বহুমুখী অভিনয় প্রতিভা এবং অনন্য ফ্যাশন সেন্স ইতোমধ্যেই তাকে হলিউডের তরুণ তারকাদের শীর্ষ সারিতে নিয়ে এসেছে।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ