
২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্বরূপ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিবছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত নিলেন। আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে এই জুলাই আবৃত্তি তুলে দিলেন উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস।
মঙ্গলবার ১ জুলাই ২০২৫ প্রফেসর মোহাম্মদ ইউনুস তার নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে এই চেক বিতরণ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষার্থী হাবিবা আক্তার এই বৃত্তি পেয়েছেন। তারপরে তেজগাঁও শিক্ষার্থী আবু তালেব আর ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী অন্ধকার মাহমুদুল হাসান ও প্রফেসর মোহাম্মদ ইউনুস এর হাত থেকে চেক গ্রহণ করেন।
‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ কত জন পাবে?
এই বৃত্তির অধীনে যে সকল শিক্ষার্থীরা রয়েছে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদা সম্পন্ন সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদের ও প্রান্তিক লেভেলের ছাত্র-ছাত্রীদের সহায়তা প্রদান করবে। এই বছর ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র-ছাত্রীদের মধ্যে ২০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তি পাবে।

বাংলাদেশের প্রায় সোয়া দুই হাজার কলেজের ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবক জাতীয় বিশ্ববিদ্যালয়। ২০২৪ সালের আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী শহীদ হন।
জুলাই শহীদ স্মৃতি বৃত্তির এই অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন এক বছর আগে বাংলাদেশের তরুন শিক্ষার্থীরা দেশের ইতিহাসে এক গৌরবময় ভাইয়ের সূচনা করেছে। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের সমগ্র জাতি অধিকার বঞ্চিত প্রজা সবাই নতুন করে আবার অধিকার ভোগ করতে পারছি।

দীর্ঘ ১৫ বছর শাসনামলে যে দল রাষ্ট্র ক্ষমতায় ছিল তারা অবৈধভাবে জনগণের উপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে মত প্রকাশের ক্ষমতা দমিয়ে রেখেছে সাধারণ নাগরিকের কার হরণ করেছে জানিয়ে তিনি বলেন তারা গুম বিচার মৃত হত্যাকাণ্ড ও নিপীড়ন সংস্কৃতি স্বীকৃতি চালু করেছিল।
আগের স্বৈরাচার দেশের কাঠগড়ায় দাঁড় করানো কঠিন কিন্তু প্রয়োজনীয় কাজ করা শুরু করতে পেরেছি। তিনি আরো বলেন একের পর এক নির্বাচনের নামে অনুষ্ঠান করেছে দেশে। এমনকি শেষ পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন থামানোর জন্য রাষ্ট্রীয় ও বাহিনীর ব্যবহার করে মানবাধিকার লংঘন করেছেন তারা। এই সকল নিপীড়ন তার থেকে আমরা স্বাধীন করেছি জুলাই অভ্যুত্থানের মাধ্যমে।
আরো পড়ুন: সাকিব নায়ক নাকি ভিলেন: সাকিবের কারণে সিনেমা বন্ধ, জানালেন পরিচালক
চেক প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানউল্লাহ, সহ–উপাচার্য লুৎফর রহমান তাছাড়া কোষাধ্যক্ষ এ টি এম জাফরুল আযম ছিলেন এই জুলাই শহীদ স্মৃতি বৃত্তি চালুর অনুষ্ঠানে।