Wednesday, September 17, 2025
Homeজিমেইলের আপডেট: প্রমোশনস ও পারচেসেস ট্যাবে বড় পরিবর্তন

জিমেইলের আপডেট: প্রমোশনস ও পারচেসেস ট্যাবে বড় পরিবর্তন

জিমেইলে যোগ হলো নতুন ‘পারচেসেস’ ট্যাব, যেখানে অনলাইনে কেনাকাটার সব তথ্য একসাথে দেখা যাবে। পণ্য সরবরাহের সম্ভাব্য সময় থেকে শুরু করে রসিদ ও আগের অর্ডারের তথ্য—সবকিছু এক ক্লিকেই পাওয়া যাবে। ফলে নিয়মিত অনলাইনে শপিংকারীরা আর ইমেইলের ভিড়ে ঝামেলায় পড়বেন না।

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে অনলাইনে কেনাকাটা এখন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে অসংখ্য ইমেইলের ভিড়ে কখনো রসিদ খুঁজে পাওয়া বা ডেলিভারি ট্র্যাক করা ঝামেলার হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানেই Google জিমেইলে যুক্ত করেছে নতুন ‘পারচেসেস’ ট্যাব।

Google-এর ব্লগ পোস্ট অনুযায়ী, এই ট্যাবে ব্যবহারকারীরা তাদের সব অনলাইন অর্ডারের তথ্য একসাথে পাবেন। এতে শুধু রসিদই নয়, পণ্য সরবরাহের সম্ভাব্য সময় ও পূর্বের অর্ডারের ইতিহাসও সহজে দেখা যাবে। বিশেষ করে যাঁরা নিয়মিত অনলাইনে কেনাকাটা করেন, তাঁদের জন্য এটি হবে কার্যকর সমাধান।

আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো, যেসব পণ্য ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহ করা হবে, সেগুলোর তথ্য প্রাইমারি ইনবক্সের একদম ওপরে দেখা যাবে। পাশাপাশি সামারি কার্ডে বিক্রেতা প্রতিষ্ঠানের ইমেইল ও সর্বশেষ ডেলিভারি আপডেট সংক্ষেপে প্রদর্শিত হবে।

আরো পড়ুন: Gmail–এর নতুন ফিচার সহজ করবে আপনার প্যাকেজ ট্র্যাকিং

জিমেইলের প্রমোশনস বিভাগেও পরিবর্তন এসেছে। এখন ব্যবহারকারীরা প্রমোশনাল ইমেইল নিজেদের প্রয়োজন অনুযায়ী সাজাতে পারবেন। এর ফলে পছন্দের ব্র্যান্ড বা প্রেরকের গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পাওয়া হবে অনেক সহজ। এছাড়া ন্যাজেস (Nudges) ফিচারের মাধ্যমে সর্বশেষ অফার ও ডিসকাউন্ট তথ্য হাইলাইট আকারে দেখানো হবে।

Google জানিয়েছে, ধাপে ধাপে সব জিমেইল ব্যবহারকারী এই নতুন সুবিধাগুলো পাবেন। অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সুবিধাজনক করতে এই আপডেট নিঃসন্দেহে অনেককে স্বস্তি দেবে।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ