জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ ও সংশ্লিষ্ট আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত সুনানীর দ্বিতীয় দিন আজ নির্বাচন কমিশনে অনুষ্ঠিত হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই শুনানিতে অংশগ্রহণ করছেন বিভিন্ন প্রার্থীরা।
খুলনা অঞ্চলের আসন পরিবর্তন
আজ খুলনা অঞ্চলের প্রায় ১৮টি আসন নিয়ে সুনানী অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনা সদর এলাকায় কিছু বড় পরিবর্তন হয়েছে। চূড়ান্ত তালিকায় সারা তিনশো আসনের মধ্যে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে, আর গাজীপুরে পাঁচটি আসনের পরিবর্তে ছয়টি করা হয়েছে। এছাড়া ছোটখাটো পরিবর্তনও হয়েছে কিছু ইউনিয়ন পরিষদ সংযোগ বা বিচ্ছিন্ন করার মাধ্যমে।
আরো পড়ুন:
চট্টগ্রামে সরকারি স্কুলের মাঠ বেচাকেনা: দুদকের তদন্ত শুরু
বাগেরহাটবাসীর আপত্তি
বাগেরহাটের বাসী এবং প্রার্থীরা অভিযোগ করেছেন, কমিশন আইন বহির্ভূতভাবে আসন কমিয়েছে এবং জনসংখ্যার ভিত্তিতে গণনা করেনি। তারা মনে করেন, এই পরিবর্তন স্থানীয়দের জন্য অন্যায় ও সুবিধা বঞ্চনার কারণে হয়েছে। বাগেরহাটবাসী চাচ্ছেন, আসন পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, নয়তো উচ্চ আদালতে দ্বারস্থ হবেন।
শুনানি চলমান
সুনানী বিকেল ৫টা পর্যন্ত চলবে। খুলনা অঞ্চলের প্রার্থীরা এবং সংশ্লিষ্টরা তাদের আপত্তি ও দাবি উপস্থাপন করছেন। নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি সংবাদ পরিবেশন করেছেন সহকর্মী কাওসারী চৌধুরী কোমল।