পুজোর আবহে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত গান ‘জয় কালী’। মুক্তির পরপরই এটি ঝড় তুলেছে শ্রোতাদের মনে। আগুন রাঙা চোখে দেবের সেই দৃপ্ত উপস্থিতি আর গানটির সুর ও কথায় মিশে আছে এক অদম্য শক্তির আবেশ। যেন ভক্তদের বুকের ভেতরে বাজছে এক অন্যরকম ঢাকের বাদ্য।
ধ্রুব ব্যানার্জীর পরিচালনায় নির্মিত ‘রঘু ডাকাত’ সিনেমার এই গানটি একাধারে শাক্তি-আধ্যাত্মিক আবেগ জাগায়, আবার একই সঙ্গে সিনেমার গল্পকেও আরও প্রাণবন্ত করে তোলে। রথিজিৎ ভট্টাচার্যের সুর, সুগত গুহর লেখা এবং ঈশান মিত্র, শ্রেয়া ভট্টাচার্য ও রথিজিৎ ভট্টাচার্যের কণ্ঠে গানটি পেয়েছে এক অনন্য মাত্রা।

নায়ক দেবের চোখে-মুখে ফুটে উঠেছে এক দুর্নিবার দীপ্তি। ক্যামেরার জাদু আর সুরের তালে যেন মিশে গেছে পুজোর উচ্ছ্বাস। গানটির ভিজ্যুয়ালে দেবের পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য, ওম সাহানি, অ্যালেক্স ও’নেল, সোহিনী সরকার, ইধিকা পাল ও রূপা গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
আরো পড়ুন:
সালমানের কান কেটে দিয়েছিলাম: হেয়ার স্টাইলিস্ট দর্শন
সঙ্গীতায়োজনের মহিমা
গানটির প্রতিটি যন্ত্রসঙ্গীতেও রয়েছে আলাদা মাধুর্য। নিখুঁত সাউন্ড মিক্সিং, ব্যাক ভোকাল এবং ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ব্যবহারে গানটি হয়ে উঠেছে পূর্ণাঙ্গ। শ্রোতারা বলছেন—এ গান শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্যও।

দর্শক–শ্রোতার উচ্ছ্বাস
প্রকাশের পর থেকেই ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি নিয়ে চলছে আলোচনা। ভক্তরা বলছেন, এই গান পুজোর আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেকের মতে, ‘জয় কালী’ হতে পারে এ বছরের সবচেয়ে শক্তিশালী ও স্মরণীয় গানগুলোর একটি।