HomeSocial Tipsছেলেদের কি উপহার দেওয়া যায় । ২০টি গিফট আইডিয়া

ছেলেদের কি উপহার দেওয়া যায় । ২০টি গিফট আইডিয়া

ছেলেদের কি উপহার দেওয়া যায়

ছেলেদের কি উপহার দেওয়া যায় তা নিয়ে মেয়েরা বুঝতে পারে না। তাই আমি আজকে আপনাকে এই কিছু আইডিয়া এবং উপহারের নাম বলবো যে উপহার গুলো আপনি ছেলেদের দিয়ে তারা অনেক খুশি হবে। তাহলে চলুন দেখে নিই। 

কোন ধরনের উপহার ছেলেদের দিলে তারা বেশি খুশি হয়?

ছেলেরা এমন ধরনে উপহার বেশি পছন্দ করে তা হলো যে উপহার গুলো তারা ব্যবহার করতে পারে। ছেলেদের সব সময় যে ধরনের জিনিস গুলো কাজে লাগে সেই ধরনের জিনিস তাকে আপনি যদি উপহার দেন তাহলে প্রতিটি ছেলেই খুশি হয়। 

কিভাবে নির্বাচন করবেন ছেলেদের কি উপহার দেওয়া যায়?

পৃথিবীতে হাজারো ধরনের মানুষ আছে। তাদের চাহিদা পছন্দও হয় আলাদা আলাদা। তাই আপনি একই উপহার দুইটি ছেলেকে উপহার দেবেন দেখবেন একজন খুশি হবে আর একজন খুশি হবেনা। তাই আপনাকের ছেলেদের কি উপহার দেওয়া যায় তার জন্য যে কাজ গুলো করতে হবে।

  • কোন ধরনের কাজ করে তা দেখতে হবে: আপনি ছেলেকে উপহার দিতে চান সে কি কাজ করে তা আগে দেখতে হবে। যেমন- চাকুরী, ব্যবসা, অনলাইনের কাজ, দিন মজুরি, কৃষি কাজ ইত্যাদি।
  • কোন পরিবেশে বসবাস করেন: আপনি উপহার দেওয়ার আগে পরিবেশ ফলো করবেন অবশ্যই। কারণ মানুষের চাহিদ ও পছন্দ পরিবেশের উপর নির্ভর করে। 
  • ফ্রি সময়ে কোথায় কোথায় যায়: তার পর আপনাকে দেখতে হবে আপনি যে ছেলেকে উপহার দিতে চাইছেন সে ফ্রি সময়ে কি করে। কোথায় যায় যেমন- বল খেলে, ঘুরতে যায়, একা একা বসে থাকে ইত্যাদি। 
  • কোন ধরনের জিনিস দেখে বেশি: প্রতিটি মানুষই একটি বিষয় বেশি দেখে যেমন- মুভি, নাটক, খেলা, কৌতুক, ফানি ভিডিও, পারফরমেন্ট ভিডিও ইত্যাদি। 

আপনি যখন এই বিষয়গুলো ক্যালকুলেট করবেন তখন নিজেই বুঝতে পারবেন তার জন্য কোন জিনিসটি বেশি কার্যকরী হবে। আপনি তখন তাকে সেই ধরনের একটি উপহার দিলে বেশি খুশি হবে। আমি ছেলেদের কি উপহার দেওয়া যায় তার জন্য যে টিপস গুলো দিলাম এগুলো প্রয়োগ করে আপনি হয়তো কাউকে আজ পর্যন্ত উপহার দেননি। তাই তারা বেশি খুশি হয়নি। 

আরো পড়ুন: ১০০টি বাংলাদেশের সেরা দর্শনীয় স্থান যেখানে প্রেমিকা-বন্ধুদের সাথে ঘুরতে যেতে পারেন

আমার বিশ্বাস আপনি যদি যে কোন ছেলে বা মেয়েকে এই বিষয় গুলো বিশ্লেষন করে একটি উপহার নির্বাচন করে দেন তাহলে দেখবে তিনি অনেক খশি হবে। তাছাড়া এখানে আর একটি বিষয় ঘটবে তা হলো আপনি যে ছেলেটিকে এত বিষয় খেয়াল রেখে একটি উপহার দেবেন। সে মনে মনে ভাববে যে এই মেয়েটি আমাকে ভালো বোঝে। তার মানে আপনাকে সে অনেক বেশি পছন্দ করবে। 

ছেলেদের কি উপহার দেওয়া যায় উপরের টিপস গুলো দেখে নিচে থেকে আপনি সঠিক উপহার নির্বাচন করুন।

ছেলেদের কি উপহার দেওয়া যায় । ২০টি গিফট আইডিয়া

১। হাত ঘরি

আপনি তাদের একটি ঘরি উপহার দিতে পারেন যারা বেশি ঘুরতে পছন্দ করে এবং দুই তিন ফিল্ডে কাজ করে থাকেন। 

২। মানি ব্যাগ/ওয়ালেট

মানি ব্যাগ সেই ছেলেরা বেশি পছন্দ করে যারা বেশি জার্নি করে বেশি। অথবা প্রতিদিন বাড়ি থেকে বাহিরে গিয়ে কাজ করে যেমন- প্রতিদিন কলেজ বা অফিসে যায় যারা। 

৩। সানগ্লাস

সানগ্লাস সেই ছেলেদের উপহার দিতে পারেন যারা রোদের মধ্যে বেশি যাতায়াত করে। প্রতিদিন স্কুল কলেজে যায় এমন সকল ছেলেদের দিতে পারেন। 

৪। শার্ট

আপনি একটি শার্ট সেই ছেলেকে উপহার দিতে পারেন যে বেশি পরিষ্কার পরিছন্ন থাকে। অফিসে বা রুমের মধ্যে বসে তার কাজ গুলো করে বেশি। 

৫। জুতা

জুতা বিশেষ করে স্কুল কলেজে যায় যেসকল ছেলেরা বা সকল ছেলেরাই জুতা বেশি পছন্দ করে থাকে। তবে আপনার এখানে একটি বিষয় খেয়াল করতে হবে। যাবে উপহারটি দেবেন খেয়াল করবেন তার পায়ের সাইজ এবং কোন ধরনের জুতা সে আগে পরে পরিধান করেছে। গিফট আইডিয়া

৬। টি-শার্ট

টি-শার্ট গুলো আপনি যাদের উপহার দেবেন  তাহলো যারা এখনও কোন অফিসের কাজ করেন না। বিভিন্ন অনলাইনের কাজ করে থাকে। শান্ত নির্জন জায়গায় যেতে পছন্দ করে, খেলাদুলা পছন্দ করে তাদের টি-শার্ট উপহার দিতে পারেন। গিফট আইডিয়া

৭। ক্যামেরা

আপনি যদি ক্যামেরা উপহার দিতে চান তাহলে তাদেরকে উপহার দেবেন যারা বেশি ঘুরতে পছন্দ করে। দেখবেন সোশ্যাল মিডিয়ায় বেশি ফটো আপলোড করে থাকে। 

৮। বই

বই একটি ভালো উপহার। তবে আপনি সবাইকে বই উপহার দিলে হবে না। বই আপনি তাদেরকেই উপহার দিবেন যারা বেশি শিক্ষিত, একা থাকতে পছন্দ করে কোন সোরগোল পছন্দ করেনা। তাছাড়া আপনি দেখবেন তারা তাদের সোশ্যাল মিডিয়ায় বেশি খেলা পোস্ট করে। কোন উক্তি বা প্রবাদ পোস্ট করে। 

৯। ব্রাসলেট

আপনি ব্রাসলেট তাদের উপহার দেবেন যারা একটু কম শিক্ষিত। ঘুরতে পছন্দ করে বিভিন্ন ফানি ধরনের বা খেলাদুলা বেশি পছন্দ করে তাদের দিতে পারেন। 

১০। বালি ঘড়ি

যেসকল ছেলেরা তাদের কাজ নিয়ে সিরিয়াস। সময় অনুযায়ী কাজ করতে পছন্দ করে থাকে। তার ক্যারিয়ার নিয়ে বেশি ভাবে তাদের এই উপহারটি দিতে পারেন। 

১১। গিটার

গিটার তাদের উপহার দিতে পারেন যারা সংগীত পছন্দ করে। মাঝে মাঝে বিভিন্ন স্থানে ঘুরতে যায়। 

১২। জ্যাকেট

আপনি জ্যাকেট তাদের উপহার দিতে পারেন যার ঘুরতে পছন্দ করে এবং তারা ফরমান পোশাক কম পরে তাদের জ্যাকেট উপহার দিতে পারেন। গিফট আইডিয়া

আরো পড়ুন: বাচ্চাদের জন্য ঈদের উপহার পেলে সবাই খুশি হবে

নিচের উপহার গুলো আপনি এমন বিষয় নির্বাচন করে করে ছেলেদের উপহার দিবেন। তাহলে নিজেই বুঝতে পারবেন ছেলেদের কি উপহার দেওয়া যায়। 

১৩। পারফিউম

১৪। ল্যাপটপ লেদার ব্যাগ

১৫। এর্লাম ঘরি

১৬। ল্যাপটপ

১৭। ওয়ারলেস হেডফোন

১৮। স্মার্ট ঘড়ি

১৯। কি চেইন

২০। মোবাইল স্টান্ড

২১। নেক পিলো

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles