বিশ্ব ভ্রমণে বের হওয়া ভারতীয় মোটরসাইকেলিস্ট ও কনটেন্ট ক্রিয়েটর ইয়োগেশ আলকারি লন্ডনের নটিংহামে চরম দুর্ভাগ্যের শিকার হয়েছেন। তার ভ্রমণের সঙ্গী ও প্রিয় মোটরসাইকেল কেটিএম ৩৯০ অ্যাডভেঞ্চার অপ্রত্যাশিতভাবে চুরি হয়ে গেছে।
১৫ হাজার মাইলের যাত্রায় বড় ধাক্কা
গত ১ মে ২০২৫ মুম্বাই থেকে শুরু করেছিলেন ইয়োগেশের বিশ্বভ্রমণ। ১৭টি দেশ পাড়ি দিয়ে এশিয়া ও ইউরোপের নানা দেশে ঘুরেছেন তিনি। এর মধ্যে ইরান, নেপাল, কাজাখস্তান, উজবেকিস্তান, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্সসহ একাধিক দেশ রয়েছে। তবে লন্ডনের নটিংহামে এসে যাত্রায় এলো বড় বাধা।

নটিংহামে সকালের নাস্তার জন্য বাইক রাস্তার পাশে পার্ক করে একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন ইয়োগেশ। ফিরে এসে আর খুঁজে পাননি তার মোটরসাইকেল। বাইকের সঙ্গে থাকা ট্রাভেল বক্সে ছিল তার ল্যাপটপ, মোবাইল, ক্যামেরা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জামাকাপড়সহ প্রায় ২৪ লাখ টাকার বেশি মূল্যবান জিনিস। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি স্কুটারে আসা কয়েকজন দুর্বৃত্ত বাইকটি নিয়ে যায়।
আরো পড়ুন: নতুন KTM 160 Duke রিভিউ: 160 সিসি সেগমেন্টের নতুন রাজা
“শুধু মোটরসাইকেল নয়, স্বপ্নও হারালাম”

নিজের ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে ইয়োগেশ বলেন, “এই বাইক শুধু একটি মোটরসাইকেল ছিল না। এটি ছিল আমার বাড়ি, আমার স্বপ্ন আর ভ্রমণের সঙ্গী।” তিনি জানান, এখান থেকে তার পরিকল্পনা ছিল স্পেন, মরক্কো হয়ে আফ্রিকার কেপটাউন যাত্রা করা, তারপর কেনিয়া হয়ে ভারতে ফেরা। কিন্তু এই ঘটনার পর পরিকল্পনায় এসেছে বড় অনিশ্চয়তা।
ঘটনার পর নটিংহাম পুলিশ তদন্ত শুরু করেছে। কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। পাশাপাশি নটিংহাম সিটি কাউন্সিল এ ধরনের ঘটনা ভবিষ্যতে রোধে অতিরিক্ত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।