চীনের ইলেকট্রিক ভেহিকেল (EV) বাজারে প্রতিযোগিতা বাড়ার সঙ্গে টেসলা মডেল ৩ RWD লং রেঞ্জের বিক্রয় কমতে শুরু করেছে। সম্প্রতি মার্কিন প্রতিষ্ঠিত এই গাড়ি নির্মাতা গাড়িটির দামও কমিয়েছে, যা বিক্রয় হ্রাসের ইঙ্গিত দিচ্ছে।
Tesla Model 3 RWD LR – এ দাম হ্রাস
আগস্টের শুরুতে চীনে লঞ্চ করা মডেল ৩ লং-রেঞ্জ রিয়ার-হুইল ড্রাইভের প্রাথমিক দাম ছিল ২,৬৯,৫০০ ইউয়ান (প্রায় ৩৩.২৭ লাখ টাকা)। বাজার পরিস্থিতি বিবেচনা করে, টেসলা মাত্র কয়েক সপ্তাহের মধ্যে দাম ১০,০০০ ইউয়ান (প্রায় ১.২৩ লাখ টাকা) কমিয়েছে।
দাম হ্রাসের সঙ্গে গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধাও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে রেফারেল প্রোগ্রাম, যেখানে বিকল্প পেইন্টে ৮,০০০ ইউয়ান (প্রায় ৯৮,৭৯৪ টাকা) বোনাস পাওয়া যাবে। এছাড়া, নির্দিষ্ট মডেল ৩০ সেপ্টেম্বরের আগে কিনলে ৫ বছরের জন্য ০ শতাংশ সুদের ফাইন্যান্সিং সুবিধা পাওয়া যাবে।

চীনের ইভি বাজারে প্রতিযোগিতা তীব্র
টেসলা এখনো প্রিমিয়াম সেগমেন্টে ভালো পারফর্ম করছে, কিন্তু সবচেয়ে জনপ্রিয় মডেলগুলো হচ্ছে তুলনামূলক সস্তা মডেল ৩ এবং মডেল Y-এর RWD ভার্সন। চীনা স্বদেশী ইলেকট্রিক গাড়ি নির্মাতারা এই সেগমেন্টে নানা নতুন মডেল লঞ্চ করেছে, যা প্রতিযোগিতা বাড়াচ্ছে।
আরো পড়ুন:
মারুতি সুজুকির আগস্ট বিক্রয়: রপ্তানি বৃদ্ধি সত্ত্বেও দেশীয় বাজারে পতন
ইনস্যুরেন্স রেজিস্ট্রেশন ডেটা অনুযায়ী, টেসলার চীনের বাজারে বছর শুরু থেকে ৬.৩ শতাংশ হ্রাস দেখা গেছে, যা ২০২৪ সালের তুলনায় কম। এই পরিস্থিতি মোকাবিলায় টেসলা মডেল ৩ ও মডেল Y-এর নতুন ভার্সন বাজারে উন্মুক্ত করেছে।

ভারতের বাজারে চাহিদা
চীনে বিক্রয় কমলেও ভারতীয় বাজারে টেসলার শুরু ইতিবাচক। ব্লুমবার্গ নিউজের রিপোর্ট অনুযায়ী, লঞ্চের পর থেকে দেশজুড়ে টেসলার ৬০০টি গাড়ির অর্ডার পেয়েছে। যদিও এটি কোম্পানির প্রত্যাশার তুলনায় কিছুটা কম, তারপরও ভারতের বাজারে আগ্রহ চোখে পড়ার মতো।
পরিশেষে: চীনের ইভি বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় টেসলা মডেল ৩ RWD LR-এর দাম কমেছে। যদিও বিক্রয় হ্রাস পাওয়া যাচ্ছে, তবে প্রিমিয়াম সেগমেন্টে টেসলা এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং ভারতীয় বাজারে অর্ডার সংগ্রহে ইতিবাচক ফলাফল দেখা যাচ্ছে।