দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর অবশেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার ও গত রাতে ভারতের পেট্রাপোল বন্দর থেকে দুটি চালানে মোট ৫২৫ মেট্রিক টন চাল বাংলাদেশে প্রবেশ করেছে। বাজারের সরবরাহ স্বাভাবিক করতে এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, বৃহস্পতিবার ৯ ট্রাকে ৩১৫ মেট্রিক টন এবং শুক্রবার রাতে ৬ ট্রাকে ২১০ মেট্রিক টন চাল বন্দরে প্রবেশ করে। বর্তমানে এসব চাল ছাড় করনের জন্য কাস্টমসে কাগজপত্র জমা দেওয়া হয়েছে। শিগগিরই ছাড়পত্র নিয়ে খালাস প্রক্রিয়া সম্পন্ন হবে।
আরো পড়ুন: জাতীয় সংসদ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণ: সুনানীর দ্বিতীয় দিন চলছে
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন জানান, ভারতের পেট্রাপোল বন্দরে আরও কয়েকটি চালবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে। দ্রুত সেগুলো ছাড় হলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি পাবে এবং দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক শামীম হোসেন বলেন, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চালের চালান প্রবেশ করেছিল। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর এখন বিভিন্ন প্রতিষ্ঠান নতুন করে এলসি খুলছে। ইতোমধ্যে নতুন চালান আসতে শুরু করেছে, যা বাজারকে স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
দেশে সম্প্রতি চালের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সাধারণ মানুষ উদ্বেগে ছিলেন। তবে ব্যবসায়ী ও বন্দর কর্মকর্তাদের আশা, নতুন চালান আসতে থাকলে সরবরাহ বেড়ে বাজারে স্বস্তি ফিরবে।