Tuesday, October 21, 2025
Homeচরকির নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’: নাঈম ও সুনেরাহর নতুন জুটি

চরকির নতুন কনটেন্ট ‘খুব কাছেরই কেউ’: নাঈম ও সুনেরাহর নতুন জুটি

বাংলাদেশি কনটেন্ট প্ল্যাটফর্ম চরকি এবার প্রথমবারের মতো দর্শকদের জন্য এনেছে ফ্ল্যাশ ফিকশন ফরম্যাট। ‘খুব কাছেরই কেউ’ শিরোনামের এই রোমান্টিক গল্পে জুটি হয়েছেন এফ এস নাঈম ও সুনেরাহ বিনতে কামাল। কনটেন্টটি পরিচালনা করেছেন জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী আরাফাত মহসিন নিধি। এটি তার দ্বিতীয় নির্মাণ।

গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাবা খান। কাহিনিতে দেখা যাবে দুজন অপরিচিত তরুণ-তরুণীর বিয়ের আগের দিনগুলো। একসময় তারা উপলব্ধি করে, আসল সম্পর্কের সৌন্দর্য কখনো কখনো অ্যারেঞ্জ ম্যারেজের ভেতর থেকেও জন্ম নিতে পারে।

‘খুব কাছেরই কেউ’ ফ্ল্যাশ ফিকশনে এফ এস নাঈম ও সুনেরাহর রসায়ন ইতিমধ্যেই দর্শকের কৌতূহল জাগিয়েছে। রোমান্টিক মুহূর্ত, বাস্তবধর্মী সংলাপ আর সম্পর্কের টানাপোড়েন নিয়ে সাজানো এই কনটেন্ট নতুন ধারার বিনোদন হিসেবে চরকির দর্শকদের সামনে হাজির হয়েছে। ফ্ল্যাশ ফিকশনের ছোট দৈর্ঘ্য হলেও এর আবেগময় প্রভাব দর্শকের মনে দীর্ঘস্থায়ী হবে বলেই আশা করছেন নির্মাতা।

সুনেরাহ অভিনয় করেছেন ‘জেরিন’ চরিত্রে। তিনি জানিয়েছেন, চরিত্রটি তার ব্যক্তিত্বের সঙ্গে অনেকটা মিলে যায়—চঞ্চল, স্পষ্টবাদী এবং স্বাধীনচেতা। অন্যদিকে, নাঈম ‘রাকিন’ চরিত্রে অভিনয় করেছেন। তিনি মনে করেন, গল্পে যে সংলাপ ও সম্পর্কের মুহূর্তগুলো ফুটে উঠেছে, তা দর্শকদের কাছে বেশ পরিচিত ও আপন লাগবে।

নির্মাতা আরাফাত মহসিন নিধি জানান, দীর্ঘদিন বিজ্ঞাপন ও সংগীতের কাজে যুক্ত থাকার পর আবারও নাটক নির্মাণে ফিরলেন তিনি। “ফ্ল্যাশ ফিকশন ফরম্যাটে জীবনের ছোট অথচ গভীর মুহূর্তগুলো ফুটিয়ে তোলাই মূল উদ্দেশ্য,”—বলেছেন তিনি।

‘খুব কাছেরই কেউ’ মুক্তি পেয়েছে ১০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিটে চরকিতে। এতে আরও অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান ও আসিকুজ্জামান অনিক।

চরকির সিইও রেদওয়ান রনি বলেন, “ফ্ল্যাশ ফিকশন হলো জীবনের ছোট ছোট মুহূর্তকে সিনেম্যাটিক ভঙ্গিতে উপস্থাপন। সময়ের দিক থেকে ছোট হলেও এর প্রভাব দর্শকের মনে দীর্ঘস্থায়ী।”

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ