চট্টগ্রামে বান্দরের দুটি টার্মিনাল বিদেশিদের হাতে দেয়ার প্রতিবাদে শ্রমিকের । লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনালের পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রতিবাদে বন্দর শ্রমিক সংগঠনগুলো ধারাবাহিক আন্দোলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। শ্রমিকদের প্রধান সংগঠনগুলো এই সিদ্ধান্তকে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে করছে।
শ্রমিকদের প্রতিবাদের মূল কারণ ও কর্মসূচতুলে ধরা হলো–
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কপ এবং বন্দর রক্ষা ও করিডরবিরোধী আন্দোলন ব্যানারে বিভিন্ন শ্রমিক ও বাম গণতান্ত্রিক জোটের নেতাকর্মীরা বন্দর এলাকায় সড়ক অবরোধ মশাল মিছিল এবং সমাবেশ করেছে। তাদের মূল দাবি হলো, লালদিয়া চর ও পানগাঁও টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সই হওয়া চুক্তি বাতিল করা এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল এনসিটি এর ইজারা প্রক্রিয়া বন্ধ করা।
আরো পড়ুন : রাজশেখর বসুর প্রবন্ধের বই৩৮ হাজারের সংগ্রহ
শ্রমিক নেতাদের মতে বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিলে জাতীয় নিরাপত্তা ও বাণিজ্য নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়বে। পাশাপাশি বন্দরের প্রায় ৯০ শতাংশ শ্রমিক বেকার হওয়ার আশঙ্কা রয়েছে। এই চুক্তি প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে এবং আদালত আগামী ৪ ডিসেম্বর এই বিষয়ে রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
সরকার পক্ষ বলছে, বন্দরের আধুনিকায়ন বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং সক্ষমতা বাড়ানোর জন্য আন্তর্জাতিক অপারেটর নিয়োগ করা জরুরি। তবে শ্রমিক সংগঠনগুলো এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

