Wednesday, August 27, 2025
Homeঘর থেকেই মহাকাশে সেলফি! অবিশ্বাস্য প্রযুক্তির নতুন বিপ্লব

ঘর থেকেই মহাকাশে সেলফি! অবিশ্বাস্য প্রযুক্তির নতুন বিপ্লব

মহাকাশে গিয়ে সেলফি তোলা অনেকেরই স্বপ্ন। তবে তা বাস্তবায়ন করা সহজ নয়। এবার সেই অসম্ভবকে সম্ভব করেছেন নাসার সাবেক প্রকৌশলী মার্ক রোবার। তার প্রতিষ্ঠান ক্রাঞ্চল্যাবস চালু করেছে অভিনব প্রকল্প ‘স্পেস সেলফি’, যেখানে পৃথিবীতে বসেই পাওয়া যাবে মহাকাশে তোলা নিজের সেলফি।

কীভাবে কাজ করে ‘স্পেস সেলফি’?

ব্যবহারকারীকে প্রথমে ক্রাঞ্চল্যাবসের ওয়েবসাইটে (https://www.spaceselfie.com/) গিয়ে নিজের ছবি আপলোড করতে হবে। ছবিটি ডেটা আকারে পাঠানো হবে স্যাট গাস (Sat Gus) নামের ছোট একটি স্যাটেলাইটে। স্যাটেলাইটে থাকা বিশেষ স্ক্রিনে ছবিটি প্রদর্শিত হবে, এরপর স্যাটেলাইটের ক্যামেরা সেই ছবিকে পুনরায় ধারণ করবে। পেছনে থাকবে নীলাভ পৃথিবীর দৃশ্য। এভাবেই তৈরি হবে একটি আসল মহাকাশ সেলফি।

আরো পড়ুন:

পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ কাল

স্যাট গাস স্যাটেলাইট বর্তমানে প্রতি ঘণ্টায় প্রায় ২৭ হাজার কিলোমিটার বেগে পৃথিবী প্রদক্ষিণ করছে। তিন বছরের গবেষণা ও প্রস্তুতির পর অবশেষে প্রকল্পটি সফল হয়েছে। এ উদ্যোগে বিনিয়োগ করা হয়েছে প্রায় ৫০ লাখ ডলার। ২০২৫ সালের ১৪ জানুয়ারি স্পেসএক্সের ফ্যালকন–৯ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় স্যাট গাসকে।

সাধারণত মহাকাশ ভ্রমণ অত্যন্ত ব্যয়বহুল এবং সবার নাগালের বাইরে। কিন্তু এই উদ্যোগের ফলে সাধারণ মানুষও সহজে মহাকাশের সঙ্গে নিজের সেলফি পেতে পারছেন। প্রযুক্তি ও উদ্ভাবনের এক চমৎকার উদাহরণ হয়ে উঠেছে ‘স্পেস সেলফি’।

ডিসক্লেমার: এই প্রতিবেদনটি বিভিন্ন অনলাইন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এখানে প্রকাশিত তথ্যের জন্য মূল সূত্র কর্তৃপক্ষ দায়ী।

Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ