বিএনপির স্থায়ী কমিটির সদস্য বরকত উল্লাহ বুলু অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ঘরে ঘরে গিয়ে ‘জান্নাতের টিকিট বিক্রি করছে’। তিনি বলেন, “জামায়াত নেতারা তাদের নারী সংগঠনের সদস্যদের দিয়ে আমাদের মা-বোনদের বাড়ি বাড়ি গিয়ে বলাচ্ছেন, জামায়াতে ইসলাম পড়লে বেহেশতে যাওয়া যাবে। অথচ জান্নাতে কে যাবে তা একমাত্র আল্লাহই নির্ধারণ করবেন। মানুষ এ ধরনের কথা বলতে পারে না।”
সোমবার দুপুরে কুমিল্লা সদরে বিএনপির দেবাশিষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
‘ব্যাংক ও প্রতিষ্ঠান দখলের চেষ্টা’
চাঁদাবাজি ও অর্থনৈতিক প্রভাব বিস্তারের প্রসঙ্গ টেনে বরকত উল্লাহ বুলু বলেন, “জামায়াত পুনরুদ্ধারের নামে ব্যাংকসহ নানা প্রতিষ্ঠান দখল করছে। অথচ কিছু গণমাধ্যম রাজনৈতিক নেতাদের চরিত্রহনন নিয়েই ব্যস্ত।”
আরো পড়ুন:
একাত্তরের গণহত্যায় ক্ষমা নয়, ‘হৃদয় পরিষ্কারের হাদিস’ শুনালেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
তিনি আরও অভিযোগ করেন, এসব গণমাধ্যমের প্রচারণা দিয়ে কোনো ফল আসবে না।
‘ধর্ম নিয়ে ভণ্ডামি’
জান্নাতের টিকিট প্রসঙ্গে সমালোচনা করে বিএনপি নেতা বলেন, “এই ধরনের ভণ্ডামি করে যারা মানুষের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করে, তারা আসলে প্রকৃত মুসলমান হতে পারে না। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা শুধু বিভ্রান্তি ছড়ায়।”