Wednesday, September 17, 2025
Homeজাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মীরা এবার গ্রুপ হাসপাতাল বীমার আওতায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মীরা এবার গ্রুপ হাসপাতাল বীমার আওতায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ হাসপাতাল বীমা কার্যক্রম দুই বছরের জন্য নবায়ন করা হয়েছে। প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে চুক্তি ১ জুলাই থেকে কার্যকর এবং চলবে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, স্থায়ী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বীমা বাধ্যতামূলক। প্রেষণে বা চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মীরাও এই বীমার আওতায় আসবেন।

বীমার সুবিধাভোগী পোষ্য

চুক্তি অনুযায়ী, কর্মীদের স্বামী/স্ত্রী, পিতা-মাতা (সর্বোচ্চ বয়স ৭০ বছর) এবং সন্তান (সর্বোচ্চ বয়স ২৫ বছর) পোষ্য হিসেবে বীমার সুবিধা পাবেন। নতুন পোষ্য অন্তর্ভুক্ত করতে চাওয়ার ক্ষেত্রে ১৭ থেকে ২১ আগস্টের মধ্যে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, জন্ম তারিখ ও ছবি বিশ্ববিদ্যালয়ের পিএএমএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত করে হার্ডকপি কল্যাণ শাখা, অর্থ ও হিসাব দপ্তরে জমা দিতে হবে।

বীমার প্রিমিয়াম

  • স্বামী/স্ত্রী: ৪৩৮ টাকা প্রতি মাসে
  • সন্তান: ৩৯৬ টাকা প্রতি মাসে
  • পিতা-মাতা: ৪৩৮ টাকা প্রতি মাসে

বীমার প্রিমিয়াম ১ জুলাই ২০২৫ থেকে বকেয়াসহ কর্তন করা হবে। তবে যাদের স্ত্রী ১ জুলাইয়ের আগে অন্তঃসত্ত্বা ছিলেন, তারা মাতৃত্বকালীন বীমা সুবিধা পাবেন না।

যেসব কর্মী আগে নিয়ম মেনে পোষ্য অন্তর্ভুক্ত করেছেন এবং এখন কোনো পোষ্য বাদ দিতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের কাছে আবেদনপত্র জমা দিতে পারবেন।

Star Shanto
Star Shanto
আমি শান্ত ঘোষ "স্টার শান্ত" ওয়েবসাইটের মালিক ও ম্যানেজিং পয়েন্টে যুক্ত রয়েছি। আমার রয়েছে অনলাইনে বিভিন্ন বিষয় ৭ বছরের অভিজ্ঞতা। তবে আমার এই ওয়েবসাইটে আমি নতুন প্রযুক্তি, নতুন ইনফরমেশন ও বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে লেখালেখি করি যাহাতে আপনাদের নতুন কিছু শেখাতে ও জানাতে পারি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ নিউজ