গোপালগঞ্জের চন্দ্রদিগেলিয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ সকালে (শুক্রবার) ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থানে বনফুল পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান।
আরো পড়ুন :কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর চরে হত্যার ঘটনা ৩০ অক্টোবর ২০২৫
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা যান চলাচল স্বাভাবিক করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।


 

