Homeখাবারগোপালগঞ্জের ৪ হত্যা মামলা: ৬ হাজার আসামি, গ্রাম ছাড়া হাজারো পুরুষ

গোপালগঞ্জের ৪ হত্যা মামলা: ৬ হাজার আসামি, গ্রাম ছাড়া হাজারো পুরুষ

গোপালগঞ্জের ৪ হত্যা মামলা

গোপালগঞ্জে NCP আয়োজিত পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতায় চারদিন পর দায়ের করা হয়েছে চারটি হত্যা মামলা। সবগুলো মামলায়ই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অজ্ঞাতপরিচয় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি দেওয়া হয়েছে। ফলে চার মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬(ছয়) হাজার।

পুলিশ জানিয়েছেন, গত ১৬ জুলাই ২০২৫, NCP(এনসিপি) এর ‘জুলাই পদযাত্রা’কে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাদের কর্মসূচিতে পালনের জন্য গোপালগঞ্জ পৌর পার্ক থেকে মাদারীপুরের উদ্দেশে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করলে তাদের সামনে হামলার ঘটনা ঘটে। এতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একপ্রকার সংঘর্ষ শুরু হয়। সেই পর্যায়ে গোপালগঞ্জের যে এলাকায় সমাবেন করে সেখানে রণক্ষেত্রের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। সে দিন বাংলাদেশ আইশৃঙ্খলাবাহীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হন এবং অন্তত ৫০ জন আহত হয়।

১৬ জুলাই ২০২৫ গোপালগঞ্জের ঘটনায় নিহতদের পরিচয় ও মামলা

নিহত চারজন হলেন—

  • রমজান কাজী (১৭), কোটালিপাড়ার হরিণাহাটি গ্রামের বাসিন্দা
  • দীপ্ত সাহা (২৭), গোপালগঞ্জ পৌরসভার উদয়ন রোডের বাসিন্দা
  • সোহেল রানা মোল্লা (৩০), শহরের শানাপাড়া এলাকার বাসিন্দা
  • ইমন তালুকদার (১৭), গোপালগঞ্জের সদর উপজেলার ভেড়ারবাজার এলাকার বাসিন্দা

হাসপাতালে বসে মারা যায় থানাপাড়া এলাকার রমজান মুন্সী (৩৫)। মোট মৃতের সংখ্যা ৫ জন।

১. রমজান কাজী হত্যা মামলা

গোপালগঞ্জ সদর থানার এসআই মো. আইয়ুব হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন (মামলা নং-১৭, তারিখ ১৯/০৭/২০২৫)। এজাহারে উল্লেখ করা হয়, গোপালগঞ্জ শহরের এস কে সালেহিয়া মাদ্রাসার সামনে গাড়িবহর নিয়ে আসলে তখন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় ৮০০-৯০০ দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার জন্য তারা গুলি চালায়। এতে রমজান কাজী গুলিবিদ্ধ হয়ে মারা যান এমনটি লিখেছেন মামলায়।

২. দীপ্ত সাহা হত্যা মামলা

এসআই মো. শামীম হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় (মামলা নং-১৮, তারিখ ১৯/০৭/২০২৫) ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ মানুষকে আসামি করা হয়েছে। কলেজ মসজিদের পাশে সংঘর্ষ চলাকালে দীপ্ত সাহা গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। মামলায় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ১৮৬, ৩৫৩, ৩০৭, ৩০২ ও ৩৪ ধারা যুক্ত করা হয়েছে।

৩. সোহেল রানা মোল্লা হত্যা মামলা

গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার আবাসিক হোটেল রাজের সামনে সংঘর্ষে সোহেল রানা আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনাটির জন্য এসআই আবুল কালাম আজাদ নিজে বাদী হয়ে মামলা করেন (মামলা নং-১৯, তারিখ ১৯/০৭/২০২৫)। মামলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।

৪. ইমন তালুকদার হত্যা মামলা

পুলিশের এসআই শেখ মিজানুর রহমান তিনি বাদী হন। তার এই মামলায় কোন (মামলা নং নেই, তবে একই তারিখ) গোপালগঞ্জ পুরাতন সোনালী ব্যাংকের সামনে হামলার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ইমন তালুকদারকে কেন্দ্র করে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন অজ্ঞাত হামলাকারী হিসেবে আসামি করা হয়েছে।

আরও একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিকশাচালক রমজান মুন্সী (৩২) মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর ঘটনায় আরেকটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই হত্যা মামলাটি হলে আসামীর সংখ্যা আরো বারবে বলা যায়। 

গ্রেপ্তার ও গ্রামছাড়া

গোপালগঞ্জের এই সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৩০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটি জানিয়েছেন। গোপালগঞ্জের জেলখানায় জায়গার সংকট থাকায় ১০০ জনকে বাগেরহাট আর পিরোজপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। যাদের স্থানান্তর করা হয়েছে তাদের মধ্যে নয়জন শিশু রয়েছে। তাই যাদের যশোর জেলায় শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠাবে এমনটি বলেছেন। 

এছাড়া প্রতিরাতে গ্রেপ্তারের জন্য গ্রামে গ্রামে সেনাবাহীনি ও পুলিশ যাচ্ছে। তাই আতঙ্কে শত শত পুরুষ এলাকা ও ঘরবাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। থানার সামনে দেখা গেছে, জেলার প্রতিটি থানার সামনে অসংখ্য স্বজন তাদের প্রিয়জনদের খোঁজে অপেক্ষা করছেন। অনেকে সে তার স্বজন বা আপনজনকে দেখতে পারছেন না। কোন খোজ খবর ও পাচ্ছেন না। 

গোপালগঞ্জের ঘটনায় ময়নাতদন্ত নিয়ে বিতর্ক

নিহত চারজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে। বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখা দিয়েছে। তখন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রয়োজনে কবর থেকে মরদেহ উঠিয়ে ময়নাতদন্ত করা যাবে। তবে দীপ্ত সাহার হিন্দু ধর্মালম্বী হওয়ায় ধর্মমতে তার মরাদেহ দাহন করা হয়েছে। তাই দেহ দাহ করা হওয়ায় সেই বিষয়ে সিদ্ধান্ত এখনও অনিশ্চিত।

- Advertisement -
Ratan Datta
Ratan Datta
আমি রতন দত্ত "স্টার শান্ত" ওয়েবসাইটে ম্যানেজিং ও এডিটর হিসেবে নিয়োজিত রয়েছি। আমি খেলাধুলা, অটোমোবাইল, বিনোদন ও বিভিন্ন বিষয় লেখালেখি করি এবং আমার লক্ষ্য আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য ও সহজে বোঝানো।
- Advertisement -
Latest news
- Advertisement -
Related Post

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here